thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সরকারের সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাত

সাবেক লাইন ডিরেক্টর এখলাছুরের বিরুদ্ধে মামলা করবে দুদক

২০১৪ ফেব্রুয়ারি ০২ ২০:২৩:০৪
সাবেক লাইন ডিরেক্টর এখলাছুরের বিরুদ্ধে মামলা করবে দুদক

হাসিব বিন শহিদ, দ্য রিপোর্ট : সরকারের প্রায় সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের সাবেক লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. এখলাছুর রহমানের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, স্বাস্থ্য অধিদফতরের অধীনে ন্যাশনাল নিউট্রিশনাল সার্ভিসেস অপারেশন প্লানের আওতায় ২০১১-১২ অর্থবছরে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি থেকে সাবেক লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. এখলাছুর রহমান প্রাপ্য না হওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে সম্মানী/দৈনিক ভাতার নামে সরকারের ২৮ লাখ ২৪ হাজার ২৫০ টাকা গ্রহণ করে তা আত্মসাত করেন। আত্মসাতের এ অভিযোগ দুদকের অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় কমিশন তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।

সূত্র আরও জানায়, শিগগিরই অধ্যাপক ডা. এখলাছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। মামলা দায়েরের জন্য দুদকের সহকারী পরিচালক রেভা হালদারকে কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের প্রাতিষ্ঠানিক টিম এ দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর