thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘পৃষ্ঠপোষকতা না পাওয়া লিটলম্যাগ চর্চার অন্তরায়’

২০১৪ ফেব্রুয়ারি ০২ ২০:৩৭:১৯
‘পৃষ্ঠপোষকতা না পাওয়া লিটলম্যাগ চর্চার অন্তরায়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : কবি ওবায়েদ আকাশ দীর্ঘদিন ধরে দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘শালুক’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনাও করছেন। বাংলাদেশে লিটলম্যাগ চর্চার সীমাবদ্ধতা এবং উত্তরণের উপায় কী?

দ্য রিপোর্টের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে লিটলম্যাগ চর্চার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে। পাশের দেশ ভারতের কলকাতায়ও এমন সীমাবদ্ধতা নেই। কলকাতার রাজ্য সরকার প্রায় সব লিটলম্যাগকে পৃ্ষ্ঠপোষকতা দিয়ে সহায়তা করে। অন্যদিকে একেবারে পরিচিত মুখ ছাড়া আমাদের দেশে কোনো ধরনের সহায়তা পাওয়া যায় না। এটা লিটলম্যাগ চর্চার পথে প্রথম অন্তরায়।

এবারের মেলায় লিটলম্যাগের জন্য সুনির্দিষ্ট জায়গা বরাদ্দ করায় আনন্দিত ওবায়েদ আকাশ। তিনি বলেন, বিগত দিনে নানা অভিযোগ থাকলেও এবার প্রতিটা স্টলের জন্য জায়গা বরাদ্দ বেশি দেওয়ায় আমরা খুবই খুশি। তা ছাড়া এবারই প্রথম শুধু লিটলম্যাগ নিয়ে পৃথক চত্বর করা হয়েছে। এটা ল্টিলম্যাগ আন্দোলনের পথকে বেগবান করবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি।’

বাংলাদেশের সাহিত্যাঙ্গনে লিটলম্যাগের দায়বদ্ধতা সম্পর্কে ওবায়েদ আকাশ বলেন, ‘কবিতায় আমাদের দেশে যেমন শুদ্ধ চর্চা হয়; তেমনটি গল্প, প্রবন্ধের ক্ষেত্রে হয় না। এ জায়গায় আমাদের আরও যত্নবান হওয়া উচিত। এ ক্ষেত্রে লিটলম্যাগ চর্চার সঙ্গে সম্পৃক্ত সম্পাদকসহ সাহিত্যাঙ্গনের সবার একটা দায় রয়েছে বলে আমি মনে করি।’

(দ্য রিপোর্ট/এমএ/এইচএসএম/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর