thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

শুধুই আসা-যাওয়ার মেলা!

২০১৪ ফেব্রুয়ারি ০২ ২১:০৩:০৩
শুধুই আসা-যাওয়ার মেলা!

মুহম্মদ আকবর, দ্য রিপোর্ট : দুপুর গড়িয়ে বিকেল হতেই বইমেলায় প্রবেশে দর্শনার্থীদের প্রস্তুতি শুরু হয়। অপেক্ষমাণ দর্শক মেলা-ফটকের বাইরে, কেউ আবার টিএসসির আনাচে-কানাচে অথবা জাতীয় তিন নেতার মাজারের সামনে ছড়িয়ে ছিটিয়ে আড্ডা দিচ্ছে। প্রিয় মানুষটির হাত ধরে তরুণ-তরুণীরা যেমন অনেকে এসেছেন প্রাণের মেলায়। বাবা-মার হাত ধরেও এসেছে অনেক শিশু, কিশোর। একাকী এসেছেন বয়স্কদের অনেকে।

অমর একুশে গ্রন্থমেলার নিয়মানুযায়ী রবিবার মেলার প্রবেশদ্বার খুলে দেওয়া হয় বিকেল তিনটায়। প্রশাসনিক নিয়মকে শ্রদ্ধা জানিয়ে দুই সারি করে বইপ্রেমী মানুষ মেলায় প্রবেশ করে। বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান উভয় স্থানের স্টলেই দর্শনার্থীদের ভিড় করতে দেখা গেলেও বই কেনাবেচার দৃশ্য তেমন চোখে পড়েনি।

চারুলিপি প্রকাশনীর স্বত্বাধিকারী হুমায়ুন কবীর বলেন, ‘মেলার প্রথম সপ্তাহে আমাদেরও যেমন প্রস্তুতি কম থাকে; পাঠকরাও তেমনি বই নির্বাচনের সময় হিসেবে এ সপ্তাহকেই বেছে নেন। এখন শুধুই আসা-যাওয়ার মেলা। দেশের রাজনৈতিক অবস্থা অনুকূলে থাকলে দ্বিতীয় সপ্তাহে পুরোদমে জমে উঠবে মেলা।’

রাজধানীর শ্যামলী থেকে আগত চিত্রশিল্পী চারু পিন্টু বলেন, ‘এবারের মেলার পরিবেশ অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন। এখানে এলে যেন প্রাণ ফিরে পাই। এ ছাড়া এবারের বইমেলায় আমার প্রচ্ছদ করা প্রায় সাতশত নতুন বই আসবে। নিজের সৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলুন!’

বিকেলে মেলামঞ্চের সেমিনারে দর্শকের টান পড়লেও সন্ধ্যায় সাংস্কৃতিক পর্ব শুরু হতেই মেলামঞ্চে ভিড় করে সোহরাওয়ার্দী উদ্যানে থাকা বইপ্রেমী মানুষ। আর তখনই মনে হয় মেলা যেন নতুন করে জমে উঠেছে।

(দ্য রিপোর্ট/এমএ/এইচএসএম/ এনআই/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর