thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ঢাকা বারের নির্বাচনের তফসিল ঘোষণা

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১২:২৫:৪০
ঢাকা বারের নির্বাচনের তফসিল ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রবিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুস সবুর এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ, দাখিল ও গ্রহণ ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি; মনোনয়নপত্র বাছাই ৯ ফেব্রুয়ারি; প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি; প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১২ ফেব্রুয়ারি; প্রার্থী পরিচিতি সভা ২৪ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ২৬ ও ২৭ ফেব্রুয়ারি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

সম্পাদকীয় ১০টি পদসহ ২৫টি পদের বিপরীতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপি-জামায়াত সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ এর নীল প্যানেলের প্রার্থী ও আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ এর সাদা প্যানেল প্রার্থীরা ইতোমধ্যেই গণসংযোগ শুরু করেছেন।

২০১৩-১৪ সালের নির্বাচনে ২৫টি পদের বিপরীতে নীল প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৩টিতে ও সভাপতিসহ ১২টি পদে সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন।

এর আগে ২৮ জানুয়ারি ১ জন প্রধান নির্বাচন কমিশনার ৬ জন নির্বাচন কমিশনার ও ৫৪ জনকে সদস্য করে ৬১ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

ঢাকা বারের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ কমিশন গঠন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয় ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সবুরকে।

ছয় নির্বাচন কমিশনার হলেন- ঢাকা বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আহাম্মদ, সহ-সভাপতি অ্যাডভোকেট এখলাছুর রহমান, সাবেক ট্রেজারার মোহাম্মদ মোহসীন, বর্তমান ট্রেজারার নজরুল ইসলাম শামীম ও অ্যাডভোকেট মতিউর রহমান ভুইয়া।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুস সবুর জানান, ‘দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঢাকা বারে এবারের নির্বাচনে প্রায় ১০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করছি।’

তিনি আরও জানান, ঢাকা বারের নির্বাচনে এবার ভোটার সংখ্যা প্রায় ১৬ হাজার। সুপ্রিম কোর্ট বারের সদস্যদের মধ্যে যারা ঢাকা বারের সদস্য তারাও ভোট দিতে পারবেন।

বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোটেক খোরশেদ মিয়া আলম দ্য রিপোর্টকে জানিয়েছেন- তাদের প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত হয়নি।

(দ্য রিপোর্ট/জেএ/এসবি/শাহ/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর