thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

শিশুতোষ বইয়ের বিক্রি বাড়ছে

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ২১:১৫:৪৩
শিশুতোষ বইয়ের বিক্রি বাড়ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুকে গড়ে তুলতে হবে বহুমুখী প্রতিভার সঙ্গে পরিচয় করিয়ে, নতুন নতুন চিন্তার সঙ্গে সংযোগ স্থাপন করে। এমন ভাবনার বাস্তব প্রতিফলন দেখা গেল মঙ্গলবার মেলায় শিশুতোষ স্টলগুলোর সামনে।

বাবা-মা কিংবা ভাইবোনের হাত ধরে আসা শিশুদের দেখে মনে হবে, শিশুর মনে সৃজনশীলতার ছাপ ফেলতে কতই না চেষ্টা অভিভাবকদের। অধিকাংশ শিশুই কিনছে রূপকথা কিংবা ভূতের গল্প। কেউ আবার ঠাকুরমার ঝুলি, টম এন্ড জেরি ইত্যাদি। এক স্টল থেকে অন্য স্টল ঘুরে তাদের বই কিনতে দেখা যায়। প্রায় প্রতি অভিভাবকের হাতেই ব্যাগ ভর্তি নানা বই নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।

প্রগতি প্রকাশনের স্টলে কথা বলতে গেলে ব্যস্ততার মধ্যে এক কর্মী জানান, ‘বেচাকেনা খুব ভালো, খুব ভালো লাগছে এ জন্য যে আজ মেলায় যারা এসেছে তারা সবাই ক্রেতা।’ পাতাবাহারের স্টল থেকে মুচকি হেসে মাহমুদ জানায়, ‘মেলা বোধয় জমে উঠল।’ নজরুল মঞ্চের আশপাশের পাতাবাহার, আদিগন্ত, শিলা প্রকাশন একইভাবে তাদের অভিমত প্রকাশ করে। কর্মদিবসে বইপ্রেমী মানুষের এমন ভিড় দেখে আশায় বুক বাঁধছেন প্রকাশকরা এই ভেবে যে, সাপ্তাহিক ছুটির দিনে আরও ব্যাপক সারা পাবেন তারা।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/এনআই/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর