thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

চট্টগ্রামে ১৫ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ২১:৪১:২৬
চট্টগ্রামে ১৫ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে ১৫ ড্রিংকিং ওয়াটার বাজারজাতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বিএসটিআই। বিএসটিআই’র লাইসেন্স নিয়ে পণ্যের গুণগতমান না মানা ও লাইসেন্সের মেয়াদ নবায়ন না করে উৎপাদন অব্যাহত রাখায় এই ব্যবস্থা নেওয়া হয়।

বিএসটিআই চট্টগ্রামের উপ-পরিচালক মো. শওকত ওসামন জানান, মঙ্গলবার ওই সব প্রতিষ্ঠানকে তাদের উৎপাদিত ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক প্রচারণা করা হতে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যতিক্রম হলে বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫-এর ১৯ এবং ২৪ ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এ ছাড়া জনসাধারণকে ওই সব প্রতিষ্ঠানের উৎপাদিত ড্রিংকিং ওয়াটার পণ্য ক্রয় হতে বিরত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- শাহীন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ড্রা. (শাহিন), রহমানিয়া এন্টারপ্রাইজ (গাসি), রেইন ন্যাচারাল ড্রিংকিং ওয়াটার (রেইন), ওরিয়েন্ট মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি (ওরিয়েন্ট), ট্রাই স্টার ইন্ড্রা. লি. (কিং), নাফ ফুড অ্যান্ড বেভারেজ লি. (নাফ), হিমালয় এন্টারপ্রাইজ (লুসাই), জোবাইদা ফুড প্রোডাক্টস (ইলিশ), নাওয়াল বেভারেজ ইন্ড্রা. (প্রিন্স), হলি ক্রিসেন্ট হাসপাতাল (প্রা.) লি. (আব), সাংহাই ফুড প্রডাক্টস (পিয়াস), এসএস ফুড অ্যান্ড বেভারেজ (মিনহাল), এসএমএ ট্রেডিং কোং (সাফা মারওয়া), সাফা মারওয়া ফুড অ্যান্ড বেভারেজ (মাইলো), বেন্সমার্ক এসোসিয়েটস (পাম)।

(দ্য রিপোর্ট/এমকে/এফএস/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর