thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

প্রধানমন্ত্রীকে এরশাদের অভিন্দন

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ২১:৪৭:০৭
প্রধানমন্ত্রীকে এরশাদের অভিন্দন

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ দেশের দক্ষিণাঞ্চলে একটি পূর্ণাঙ্গ সেনানিবাস প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় মঙ্গলবার এরশাদ বলেন, ‘এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ সেনানিবাস প্রতিষ্ঠা করার যে যৌক্তিকতা রয়েছে তা প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে উপলব্ধি করেছেন।’

এরশাদ বলেন, ‘ব্যক্তি জীবনে আমি নিজেকে একজন সৈনিক হিসেবে ভাবতেই বেশি ভালোবাসি। কারণ এখানেই আমার মেধা ও দক্ষতার বিকাশ ঘটাতে অধিক সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। তিনিই আমাকে এনডিসি কোর্স করতে ভারতে পাঠিয়েছিলেন। তাই সেনাবাহিনীর উন্নয়ন, অগ্রগতিতে আমি দারুনভাবে উল্লাসিত হই।’

এরশাদ বলেন, ‘দক্ষিণ বঙ্গে একটি সেনানিবাস প্রতিষ্ঠার উদ্যোগের খবরে আমি ভীষণ উৎফুল্ল ও উৎসাহিত হয়েছি। এই সেনানিবাস প্রতিষ্ঠার মাধ্যমে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর গৌরবের ইতিহাস আরও সমৃদ্ধ হবে।’

(দ্য রিপোর্ট/সাআ/এফএস/এমএআর/এএল/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর