thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতি

মার্কেন্টাইল ও ব্যাংক এশিয়ার এমডিকে দুদকে জিজ্ঞাসাবাদ

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৬:৩০:৪৭
মার্কেন্টাইল ও ব্যাংক এশিয়ার এমডিকে দুদকে জিজ্ঞাসাবাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিসমিল্লাহ গ্রুপের প্রায় ১২শ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক ও ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালকে (এমডি) জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বুধবার দুপুর আড়াইটা থেকে মার্কেন্টাইল ব্যাংকের এমডি (প্রাইম ব্যাংকের সাবেক ডিএমডি) এহসানুল হক এবং ব্যাংক এশিয়ার এমডি (প্রাইম ব্যাংকের সাবেক এসইভিপি) মেহেমুদ হোসেনকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদ শেষ হয় বিকেল ৪টায়। দুদকের সহকারী পরিচালক মাহবুবুর আলম তাদের জিজ্ঞাসাবাদ করেছেন।

দুদক সূত্র জানায়, ঋণ জালিয়াতির দায়ে দুদকের দায়েরকৃত ১২টি মামলার তদন্ত পর্যায়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে নথিপত্র জব্দ করার লক্ষে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। ইতোমধ্যেই প্রাইম ব্যাংকের বিভিন্ন নথিপত্র দুদকে এসেছে।

সূত্র আরও জানায়, ঋণ জালিয়াতির মূল হোতারা বর্তমানে বিদেশে পালিয়ে রয়েছে। দেশে থাকলে তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান পরিচালনা করা হত। বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে মামলা দায়েরের আগেই ওইসব হোতারা দেশ ত্যাগ করেছে। পৃথক ১২টি মামলায় মোট ৫৩ জন আসামির মধ্যে জনতা, প্রাইম, প্রিমিয়ার, যমুনা ও শাহজালাল ইসলামী ব্যাংকের ৪০ জন কর্মকর্তা রয়েছেন। বিসমিল্লাহ গ্রুপ ও গ্রুপ সংশ্লিষ্ট বাকি ১৩ জন আসামির সকলেই বিদেশে পলাতক রয়েছে।

১১শ ৭৪ কোটি ৪৬ লাখ টাকা লোপাটের দায়ে গত ৩ নভেম্বর রাজধানীর মতিঝিল থানায় নয়টি, নিউমার্কেট থানায় দুটি এবং রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করে দুদক।

বিসমিল্লাহ গ্রুপের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান চৌধুরী প্রতিটি মামলার প্রধান আসামি হিসেবে রয়েছেন। আসামির তালিকায় আরও রয়েছেন খাজা সোলেমানের স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান নওরীন হাবিব, খাজা সোলেমানের পিতা ও পরিচালক সফিকুল আনোয়ার চৌধুরী, মা ও পরিচালক সারোয়ার জাহান, মহাব্যবস্থাপক (হিসাব) আবুল হোসেন চৌধুরী এবং পরিচালক আবিদা হাসিব, নাহিদ আনোয়ার খান, খন্দকার মো. মইনুদ্দিন আশরাফ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইচবিএস/জেএম/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর