thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

গৃহপালিত পশুর হেয়ার স্টাইল!

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৮:১৯:২৭
গৃহপালিত পশুর হেয়ার স্টাইল!

দ্য রিপোর্ট ডেস্ক : আগে নিজের পোষা বিড়ালটিকে ভালবেসে হ্যাট পরানোর কথা শোনা গেলেও এখন শুধু হ্যাট পরিয়েই শখ মিটছে না পশু মালিকদের।

হাল আমলে ফ্যাশন সচেতন গৃহপালিত পশুর মালিকদের নতুন ক্রেজ বিচিত্র হেয়ারকাটে পশুকে সাজানো। পশুদের গায়ের লোম ছেঁটেই তৈরি করা হচ্ছে এই বৈচিত্র্য। প্রিয় প্রাণীটিকে আকর্ষণীয় রূপ দিতেই তাদের এ প্রচেষ্টা।

প্রত্যেক মানুষেরই নিজস্ব চুলের স্টাইল রয়েছে কিন্তু লোম কেটে গৃহপালিত পশুকে ভিন্ন আদল দেয়ার এই স্টাইল নিষ্ঠুরতা কি না প্রশ্ন সেখানেই। কিছু ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে পেশুদের ভিন্ন রূপ।

আদর না নিষ্ঠুরতা? গায়ের লোম ছেটে এই বিড়ালটিকে ডাইনোসরের রূপ দেওয়া হয়েছে।বনের রাজা সিংহ। এই কুকুরটির সিংহের মতো কেশর দেখে মনেই হয় না এর বাস জঙ্গলে নয়।

মৌমাছি! মৌমাছি! খুব সাবধানতার সঙ্গেই বিড়ালটির গায়ে মৌমাছির রূপ ফুটিয়ে তোলা হয়েছে।

ডাইনোসর! ভয় পাইয়ে দিতে এ বিড়ালটির হেয়ার স্টাইল করা হয়েছে ডাইনোসরের আদলে।

কেতাদুরস্ত! বিশেষ পোশাক পরানোর নকশা করা হয়েছে এ কুকুরটির গায়ে।

স্টাইলিশ? বিড়ালটি তার ওপর চাপানো এ স্টাইলে মোটেও খুশি নয়।

আগ্রাসি? ভয়ঙ্কর রূপেই উপস্থাপন করা হয়েছে এই বিড়ালটিকে।

(সূত্র: দ্য ডেইলি মেইল)

(দ্য রিপোর্ট/আরজে/জেএম/এনআই/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ফিচার এর সর্বশেষ খবর

ফিচার - এর সব খবর