thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

৭৬টি নতুন বই

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ২৩:১৬:২৬
৭৬টি নতুন বই

দ্য রিপোর্ট প্রতিবেদক : বইমেলায় বুধবার নজরুল মঞ্চে তিনটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়। মেলার পঞ্চম দিনে এসেছে ৭৬টি নতুন বই।

এর মধ্যে গল্প ৮, উপন্যাস ১৫, প্রবন্ধ ৩, কবিতা ২৬, ছড়া ৪, শিশুসাহিত্য ৫, রচনাবলী ২, বিজ্ঞান ১, ভ্রমণ ১, রাজনীতি ১, রম্য ১, বৈজ্ঞানিক কল্পকাহিনী ৩ ও অন্যান্য বিষয়ের ওপর এসেছে ৬টি বই। এর মধ্যে অন্যপ্রকাশ এনেছে হুমায়ূন আহমেদের শিশুতোষ গ্রন্থ ‘ব্যাঙ-কন্যা এলেং’, হরিশংকর জলদাসের ‘হরকিশোরবাবু’, অনিন্দ্য প্রকাশ এনেছে আহমদ রফিকের ‘দেশবিভাগ : ফিরে দেখা’, খালেদ হোসাইনের ‘কবিতাসমগ্র’, আগামী এনেছে হাসনাত আবদুল হাইয়ের ‘নদী পুরান এবং প্যাকেজ ট্যুর’।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর