thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বইমেলায়ও গণজাগরণের প্রভাব

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ০১:২৫:৩১
বইমেলায়ও গণজাগরণের প্রভাব

দ্য রিপোর্ট প্রতিবেদক : একুশে বইমেলার পঞ্চম দিন ছিল বুধবার। অন্য দিনগুলো থেকে এ দিনটি ছিল একটু ব্যতিক্রম। কারণ, বুধবার ছিল ৫ ফেব্রুয়ারি, গণজাগরণ মঞ্চের একবছর পূর্ণ হলো এই দিনে।

বর্ষপূতি উদযাপনের লক্ষ্যে গণজাগরণ মঞ্চ তিন দিনব্যাপী নানা আয়োজন করেছে। গণজাগরণ মঞ্চের অবস্থান বইমেলার কাছাকাছি হওয়ায় মেলায় এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন অনেকে।

বইমেলা ঘুরে দেখা যায়, অন্য প্রকাশ ছাড়া মেলার অন্য কোনো স্টলে তেমন দর্শনার্থী নেই। এ প্রসঙ্গে চারুলিপি প্রকাশনীর স্বত্বাধিকারী হুমায়ূন কবীর দ্য রিপোর্টকে বলেন, ‘গণজাগরণ মঞ্চের কর্মসূচির কারণে বইমেলায় দর্শনার্থীর সংখ্যা কমে গেছে। গত বছর যখন গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হয়, তখনও একুশে বইমেলা চলছিল। ওইবার পুরো বইমেলায় পাঠক বা দর্শনার্থীর সংখ্যা এক রকম ছিল না বললেই চলে। তার ওপর শাহবাগ মোড়ের একদিক বন্ধ থাকায় রাস্তাটিতে জ্যাম লেগে আছে। এতে অনেক দর্শনার্থীর আসতে অসুবিধা হচ্ছে।’

বইমেলায় আসা মিরপুরের বাসিন্দা কণা অধিকারী দ্য রিপোর্টকে বলেন, ‘রাস্তাটিতে অনেক জ্যাম থাকায় আসতে সন্ধ্যা হয়ে গেল। শাহবাগের মোড়েই তো বেশি ভিড় দেখলাম।’

প্রসঙ্গত, গত বছর ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরে আন্দোলন শুরু করেছিল তরুণরা। পরে ছাত্র, নারী, বৃদ্ধসহ সকল স্তরের জনতা এতে যোগ দেয়।

(দ্য রিপোর্ট/এসআর/এসকে/এএল/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর