thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

বিয়ে করছেন ‌‘বিগ বস-৭’ এর তানিশা-আরমান!

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৩:৩১:৪৯
বিয়ে করছেন ‌‘বিগ বস-৭’ এর তানিশা-আরমান!

দ্য রিপোর্ট ডেস্ক : জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস-৭’ থেকে অভিনেত্রী তানিশা মুখার্জির প্রাপ্তিটা আর সবার চেয়ে একটু বেশিই। দাবাং তারকা সালমান খানের উপস্থাপনায় ‌‘বিগ বস-৭’ অনুষ্ঠানটির সম্প্রচার চলেছে গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

ওই রিয়েলিটি শোতে প্রথম রানারআপ হিসেবে পুরস্কৃত হওয়ার পাশাপাশি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেই মনের মানুষের সন্ধান পেয়েছেন তানিশা। ‘নীল এন নিকি’ চলচ্চিত্র দিয়ে ‘‌যশরাজ ফিল্মস’ এর ব্যানারে ডেবিউ করা তানিশা তার মনের মানুষকেই এবার বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

‘বিগ বস-৭’ এর আরেক প্রতিযোগী ‍‘জানি দুশমন’ খ্যাত অভিনেতা আরমান কোহলিকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ৩৬ বছর বয়সী তানিশা। ওয়ান ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

তানিশার মা বলিউডের বিখ্যাত অভিনেত্রী তনুজা অবশ্য মেয়ের এমন সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করেছেন। যদিও তানিশার বোন অভিনেত্রী কাজল ও তার স্বামী অজয় দেবগন এ ব্যাপারে মুখ খোলেননি।

‘বিগ বস-৭’ অনুষ্ঠান চলাকালেই তানিশা ও আরমানের অন্তরঙ্গতা সবার চোখে পড়ে। তাদের প্রেমের জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে বলিউডে। অনুষ্ঠানটি শেষ হওয়ার পরও এ জুটির সখ্যতা কমেনি। উল্টো খবর ছড়িয়েছে, নতুন বছরকে বরণ করে নিতে গোয়াতে অবকাশযাপনে গিয়েছিলেন তানিশা-আরমান। পরবর্তীতে দুবাইতেও একসঙ্গে গিয়ে নিজেদের প্রেমের গুঞ্জনকে আরও বেশি মুখরোচক করেছেন তারা।

তানিশা-আরমান অন্যসব জুটির মতোই নিজেদের বিয়ের বিষয়ে মুখ খোলেননি। তবে প্রকাশ্যে মেলামেশা করতে কোনো রকম লুকোচুরির আশ্রয় নিচ্ছেন না এই জুটি। এমনকি গণমাধ্যমের ক্যামেরায় দুজন বেশ অন্তরঙ্গভাবেই পোজ দিয়ে চলেছেন।

এদিকে তানিশা ও আরমানের কাছের মানুষের বরাত দিয়ে অনলাইনটি আরও জানায়, এখন পর্যন্ত বিয়ে করেননি তারা। তবে নিজেদের ভালোবাসার স্বীকৃতি দিতে শিগগিরই বিয়ে করে সংসার জীবন শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। এমনকি পরিবারের সম্মতি না পেলেও তারা তাদের ভালোবাসার মূল্যায়ন করতে প্রস্তুত।

(দ্য রিপোর্ট/এআর/কেএন/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর