thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

স্পর্শের আহ্বান

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৫:৫০:৪৬
স্পর্শের আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : অন্ধজনে আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অমর একুশে গ্রন্থমেলায় চতুর্থবারের মতো এসেছে স্পর্শ ব্রেইল প্রকাশনা সংস্থা। অন্যান্য স্টলে যেমন ক্রেতার আগমনের নিরন্তর প্রত্যাশা থাকে তেমন আকাঙ্ক্ষা স্পর্শের নেই। তবে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষের সুদৃষ্টি কামনা থাকে তাদের সবসময়।

প্রাকৃতিকভাবে কিংবা দুর্ঘটনায় যারা জীবনের অমূল্য সম্পদ দৃষ্টিশক্তি হারিয়েছেন তারা যেন সমাজের বোঝা না হন। সুস্থ সবল মানুষের চিন্তার সঙ্গে সমন্বয় করে দৃষ্টিপ্রতিবন্ধীরাও যে এগিয়ে চলতে পারে এমনটাই বোঝানোর চেষ্টা স্পর্শর। স্পর্শের স্টলে কর্তব্যরত দৃষ্টিপ্রতিবন্ধী রেহানা আক্তার দ্য রিপোর্টকে বলেন, ‘মানুষ দৃষ্টিহীন বলেই অন্ধ নয়, মানুষ মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ’ এমন শ্লোগানকে ধারণ করে ২০১১ সাল থেকে স্পর্শ গ্রন্থমেলায় আবেদন করে আসছি। দৃষ্টিপ্রতিবন্ধীদের পাঠের চাহিদা মেটাতে প্রতিটি প্রকাশনী যেন বিষয়ভিত্তিক অন্তত একটা ব্রেইল বুক প্রকাশ করে। আজ পর্যন্ত একটি স্টলও আমাদের এ আন্দোলনে সাড়া দিয়েছে বলে জানি না।’

মানবতা উপকৃত হয় এমন কাজে এখনও কোনো প্রকাশনা সংস্থা কেন এগিয়ে আসেনি এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ নেই। তাদের ভাষ্য, ‘আমাদের বিশ্বাস একদিন এ চিন্তার মূল্যায়ন হবে।’

(দ্য রিপোর্ট/এমএ/এইচএসএম/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর