thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

উল্টো এখন মহাচাপে ভারত

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৮:১১:৩৪
উল্টো এখন মহাচাপে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক : এভাবে শুরুর পর এভাবে শেষ, তা ক্রিকেট বলেই সম্ভব! ৩০ রানেই টপাটপ ৩ উইকেট খোয়ানো নিউজিল্যান্ডের, দিন শেষে স্কোর ৩২৯/৪। ভারতের ওই দুর্দান্ত শুরুর নায়ক ইশান্ত। তার পাশে পেয়েছেন জহির খানকে। বৃহস্পতিবার প্রথম টেস্টের প্রথম দিন শেষে সব মিলিয়ে ভারত এখন বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে। দ্বিতীয় দিনের শুরুতে বোলাররা যদি দ্রুত নিউজিল্যান্ডেকে বেঁধে ফেলতে না পারে তবে ভারতরে কপালে অশেষ দুঃখ অবধারিত।

দলীয় ১৯ রানের মাথায় ইশান্তের বলে ক্যাচ তুলে দিয়েছেন রাদারফোর্ড। দলীয় ২৩ রানে ফুলটনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন জহির। আর৩০ রানে আবারও ইশান্তের আঘাত। এবারও ক্যাচ থেকে উইকেট। চাপে পড়ে যাওয়া সেই নিউজিল্যান্ডকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম এবং কেন উইলিয়ামসন। চতুর্থ উইকেটে তাদের যুগলবন্দি রান ২২১, যা রীতিমতো ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ধুন্ধুমার কেন উইলিয়ামসন ফিরে গেলে এখনও উইকেটে বিপদ হয়ে রয়েছেন ম্যাককুলাম, ব্যাট হাতে ১৪৩ রানে অপরাজিত। তার পাশে রয়েছেন অ্যান্ডারসন ৪২ রানে।

১০ ওভারে ইশান্তের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার রাদারফোর্ড। ৩ ওভার পরেই জহিরের বলে এলবিডব্লিউ হয়েছেন ওপেনার ফুলটন। ফর্মে থাকা রস টেলরও বিশেষ সুবিধা করতে পারেননি।

দিনের শুরুতে পেসাররা পিচ থেকে যে সুবিধা পাচ্ছিলেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে গেছে। ২ ব্যাটসম্যান রীতিমতো মারমুখী মেজাজে ব্যাট করে রানের মেশিন সচল রেখেছেন। ৬৯তম ওভারে জহিরের লেগ সাইডের বাইরের বলে খোঁচা মেরে ধোনির হাতে ক্যাচ দিয়ে ১১৩ রান করা উইলিয়ামসন প্যাভিলিয়নে ফিরেছেন। দিনের শেষ বেলায় অধিনায়ক ম্যাককুলামকে সঙ্গে নিয়ে অ্যান্ডারসনও ভারতীয় বোলারদের তুলাধোনা করেছেন। ৮০ ওভারের শেষে নতুন বল নিয়েও বিশেষ সুবিধা করতে পারেননি ধোনি। জহির ও ইশান্ত ২টি করে উইকেট নিলেও বাকি বোলারদের অবস্থা খুবই করুণ। দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৩২৯ রান। ১৪৩ রান করে ম্যাককুলাম ও ৪২ রান করে অ্যান্ডারসন ক্রিজে অপরাজিত রয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : প্রথম ইনিংস ৩২৯/৪, ৯০ ওভার (ম্যাককুলাম ১৪৩*, কেন উইলিয়ামসন ১১৩, অ্যান্ডারসন ৪২; ইশান্ত ২/৬২, জহির ২/৯৮)।

প্রথম দিন শেষে

(দ্য রিপোর্ট/এএস/ওআইসি/এনআই/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর