thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ভুল তথ্যের বই প্রকাশ না করার আহ্বান

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৮:১২:৩১
ভুল তথ্যের বই প্রকাশ না করার আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পান্থপথের পশ্চিম রাজাবাজার থেকে মেলার ষষ্ঠ দিনে সন্তান-সন্ততিসহ ঘুরতে এসেছিলেন ব্যবসায়ী এমএ রহিম চৌধুরী। মেলার পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘মেলায় আসার অভিজ্ঞতা অনেক দিনের। সেই ছাত্রজীবন থেকেই আসছি। তখন একটা গিঞ্জি পরিবেশের মধ্যে মেলা হতো, এবার কিন্তু সেটা দেখছি না। একটা শান্ত; সুশৃঙ্খল মেলা পরিচালিত হচ্ছে। তবে সোহরাওয়ার্দী উদ্যানে কয়েকটা ভাসমান টয়লেট থাকলে পুরোপুরি অভিযোগ মুক্ত মেলা হতে পারত’।

সন্তানদের মেলায় নিয়ে আসার কারণ সম্পর্কে জানতে চাইলে রহিম চৌধুরী বলেন, ‘আমার তিন সন্তান তানিয়া, তুরহান ও তানিসা অনেক ছোট, নবউদ্যোমে বড় করে তোলার একটা চেতনাবাহী স্থান অমর একুশে গ্রন্থমেলা। তাই তাদের মেলায় নিয়ে এলাম। যা চায় তাই কিনে দেব।’

ইতোমধ্যে অপরেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘বিজ্ঞানের রহস্য’ বইটি কিনেছে তানিসা। তুরহান কিনেছে ডাইনোসরের রহস্যকাহিনী। তানিয়া বাড়ি থেকে বের হওয়ার সময় সিদ্ধান্ত নিয়ে বের হয়েছে মুহম্মদ জাফর ইকবালের বই কিনবে। জাফর ইকবালের মহাভক্ত তানিয়া।

বইয়ের দাম বৃদ্ধি বা কম নিয়ে রহিম চৌধুরীর কোনো অভিযোগ নেই। তিনি মনে করেন অনেক কিছুর দামই তো বেড়েছে। তাই দাম বাড়তেই পারে। তবে প্রকাশকদের প্রতি তিনি কোনো রকম ভুল তথ্য দিয়ে বই প্রকাশ না করার আহ্বান জানান। এভাবে কোনো প্রকাশক যেন পাঠককে বিভ্রান্ত না করে সে ব্যাপারে প্রকাশনা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।

(দ্য রিপোর্ট/এমএ/এইচএসএম/ফেব্রয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর