thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১০:৩০:৪৬
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে । প্রতিযোগিতার উদ্বোধন করেন শিল্প-সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম।

এ দিন বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘গণতন্ত্রের সুশাসনের তিন শত্রু : দুর্নীতি, সাম্প্রদায়িকতা, ধর্মীয়/জাতিগত জঙ্গিবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করবেন মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ এবং মাসুদা ভাট্টি।

এ ছাড়া আলোচনায় অংশগ্রহণ করবেন ইমতিয়াজ আহমেদ, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, মোহাম্মদ এ আরাফাত। সভাপতিত্ব করবেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার সরকারি ছুটির দিনে মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

(দ্য রিপোর্ট/এমএ/ইইউ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর