thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

লোকসমাগম বাড়ছে

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১৫:৪৭:৫৬
লোকসমাগম বাড়ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : মেলার প্রথম সরকারি ছুটির দিন শুক্রবার সকাল সাড়ে ৮টায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হলেও সর্বসাধারণের জন্য মেলার প্রবেশ দ্বার খুলে দেওয়া হয় ১১টায়। শুরুতে দর্শক সমাগম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম বাড়তে থাকে। দুপুর গড়াতেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বইপ্রেমী মানুষ আসতে থাকে।

কেনাবেচা কম হলেও মেলায় আগত দর্শক সমাগম দেখে আশাবাদী হয়ে উঠছে প্রকাশকরা। চারুলিপি প্রকাশনীর স্বত্বাধিকারী হুমায়ূন কবীর জানায়, ‘মেলার প্রথম শুক্রবার আমাদের জন্য এক ধরনের পর্যবেক্ষণের দিন। দিন শেষে বলতে পারব এবারের মেলা সফলতার মুখ দেখবে কি না?’

(দ্য রিপোর্ট/এমএ/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর