thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘সারাক্ষণই তো লিখি’

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১৭:২৮:৪৬
‘সারাক্ষণই তো লিখি’

লেখক-সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্র তরুণ লেখকদের মধ্যে বেশ পরিচিত নাম। কয়েক বছর আগে প্রকাশিত হয়েছিল তার প্রথম গল্পগ্রন্থ ‘মানবসঙ্গবিরল’। নিয়মিত ব্লগ ও কলাম লিখছেন। সম্প্রতি ‘গায়ে গায়ে জ্বর’ নামের উপন্যাস একটি সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছে। উপন্যাসটি মেলায় প্রকাশের ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত হয়ে উঠেনি। দ্য রিপোর্টের পক্ষ থেকে তার সাক্ষাৎকার নিয়েছেন ওয়াহিদ সুজন

এবার কী কোনো বই প্রকাশের প্রস্তুতি ছিল?

একটা বই লিখছিলাম তো উপন্যাস। জানুয়ারিতে গিয়া শেষ হইল। তখন প্রকাশক পাওয়া কষ্ট।

শুধু কী এই কারণে…

আমার আসলে তেমন লেখক পরিচিতি নাই, প্রকাশকদের লগে যোগাযোগও নাই। ক্ষমতাও নাই। কে ছাপবে আমার বই আন্দাজে।

বই কেনার পরিকল্পনা নিয়ে বলুন।

বই তো সারা বছরেই কিনি। টাকা পয়সা থাকলে মেলা থিকাও কিনমু। খাতিরে, প্রয়োজনে নানা কারণে বই কেনা হয়।

কোনো বই কী আগাম পড়া হয়েছে?

নাহ মেলার বই পড়া হয় নাই। গত বছর যেগুলা কিনছলাম সেগুলাও না।

বইমেলার স্থান সম্প্রসারণের বিষয়টি কীভাবে দেখছেন?

এই দেশে রাইটারস ভয়েজে জোর নাই। প্রকাশকেরা মনে করে এই একটা মাসই তাদের ব্যবসা, বাকি বছর আর কোনো ব্যবসা নাই। ফলে এই সম্প্রসারণের উদ্দেশ্য ভিন্ন। আমি শুনতেছি আনন্দবাজাররে এখানে আনা হবে। বাংলাদেশে এখন যা ঘটবে সবকিছুর পিছনে ইন্ডিয়ারে সন্দেহ করাটা ফরজ কাজ।

এখন কী লিখছেন।

সারাক্ষণই তো লিখি। ফেসবুকে লিখি, একটা বাচ্চাদের উপন্যাস আরেকটা বড়োদের উপন্যাসও লেখতেছি।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এইচএসএম/আরকে/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর