thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

২৯ বইয়ের মোড়ক উন্মোচন

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ২০:১৫:২৫
২৯ বইয়ের মোড়ক উন্মোচন

দ্য রিপোর্ট প্রতিবেদক : শুক্রবার মেলার নজরুল মঞ্চে ২৯টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। একাডেমির সম্বনয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গতকাল মেলায় এসেছে ১৭৩টি নতুন বই। এর মধ্যে গল্প ২২, উপন্যাস ৩১, প্রবন্ধ ১১, কবিতা ৩২, গবেষণা ৩, ছড়া ২, শিশুসাহিত্য ৭, জীবনী ৭, মুক্তিযুদ্ধ ৬, নাটক ২, বিজ্ঞান ১, ভ্রমণ ৯, ইতিহাস ৪, রাজনীতি ২, স্বাস্থ্য ১, কম্পিউটার ২, রম্য ৬, ধর্মীয় ৩, অনুবাদ ২, বৈজ্ঞানিক কল্পকাহিনী ১ ও অন্যান্য বিষয়ের উপর ১২টি নতুন বই এসেছে।

এ নিয়ে মেলার প্রথম সপ্তাহে মোট ৪৬৩টি নতুন বই এসেছে। শুক্রবারে বিভাস এনেছে আতা সরকারের ‘কালো ধারাপাত’, আলম তালুকদারের ‘বিশ একুশের ছড়া’, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ‘বিষ বিরিক্ষের বীজ’ ও ‘কবিতা সমগ্র’-র নতুন সংস্করণ, কাকলী এনেছে রোহিত হাসান কিছলুর ‘মজা লস’, মিজান পাবলিশার্স এনেছে হালিম আজাদের ‘নীল বাংকার’, আগামী এনেছে শাহাবুদ্দীন নাগরীর ‘যেখানে খনন করি সেখানেই মধু’ ও ধ্রুব এষের ‘ঘুঘুর গল্প’, নান্দনিক এনেছে বিশ্বজিৎ ঘোষের ‘অশেষ রবীন্দ্রনাথ’, প্রশান্ত মৃধার ‘কাছে দূরের গান’, সুজন বড়ুয়ার ‘আবৃত্তিযোগ্য কিশোর কবিতা’ ও আহমাদ মোস্তফা কামালের ‘প্রেম ও অপ্রেমের গল্প’, নালন্দা এনেছে ধ্রুব এষের ‘টিউনিয়া’, অনন্যা এনেছে মহাদেব সাহার ‘গোলাপের গায়ে কি গন্ধ’ ও মুনতাসীর মামুনের ‘স্মৃতি-বিস্মৃতির ঢাকা ৩’, কথাপ্রকাশ এনেছে সেলিনা হোসেনের ‘মৃত্যুর নীলপদ্ম’ এবং কলি প্রকাশনী এনেছে দীপংকর দীপকের ‘নাস্তিকের অপমৃত্যু’ ইত্যাদি।

(দ্য রিপোর্ট/এমএ/ডব্লিউএস/এনআই/ফেব্রুয়ারি,০৭,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর