thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

প্রাণবন্ত লিটলম্যাগ প্রাঙ্গণ

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ২০:২১:১০
প্রাণবন্ত লিটলম্যাগ প্রাঙ্গণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বইমেলার প্রথম শুক্রবারে বইপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যা আশাবাদী করে তুলেছে প্রকাশনা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের। মেলার দুই অঙ্গন- বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের উপচেপড়া ভিড়ের প্রভাব ছিল লিটলম্যাগ প্রাঙ্গণেও। বিক্রিও ছিল বেশ ভালো।

এ বিষয়ে ‘বাংলা লিপি’-র সম্পাদক কুতুব হিলালী দ্য রিপোর্টকে বলেন, ‘পাঠকের এমন সাড়া প্রতিদিন থাকলে লিটলম্যাগের সঙ্গে সম্পৃক্ত সাহিত্যপিপাসু মানুষের মনে নব নব চিন্তার দ্বার উন্মোচনে সহায়ক হবে।’

লিটলম্যাগ ‘সংকাশ’-র সম্পাদক মামুন ম আজিজ বলেন, ‘লিটলম্যাগ চর্চা তো বাণিজ্যের জন্য নয়, সাহিত্যের দিগন্তকে প্রসারিত করার জন্য এটা একটা আন্দোলন। আমরা মনে করি কেউ একটা কাগজ কিনল মানে আমাদের আন্দোলনে সাড়া দিল।’

পুরো প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে মেলার প্রথম সাত দিনে ১১টি কাগজের নতুন সংখ্যা এসেছে। এগুলোর মধ্যে রয়েছে- র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সম্পাদিত ‘মত ও পথ’, আমিনুল ইসলাম মামুন সম্পাদিত ‘তুষার ধারা’, আলোড়ন খীসা সম্পাদিত ‘হুচ’, ডা. দেলোয়ার হোসেন সম্পাদিত ‘কবিতা পত্র’, রিসি দোলাই সম্পাদিত ‘সরল রেখা’, পুলক হাসান সম্পাদিত ‘খেয়া’, সরকার আশরাফ সম্পাদিত ‘নিসর্গ’, শহীদ ইকবাল সম্পাদিত ‘চিহ্ন’, মোহাম্মদ শাকেরউ্ল্লাহ সম্পাদিত ‘ঊষালোকে’, সৈয়দ আকরম হোসেন সম্পাদিত ‘উলুখাগড়া’, মামুন ম আজিজ সম্পাদিত ‘সংকাশ’ ও কুতুব হিলালী সম্পাদিত ‘বাংলা লিপি’।

এখনও অনেক স্টলে লিটলম্যাগের নতুন কোনো সংখ্যা আসেনি। এমন কয়েকজন লিটলম্যাগ সম্পাদকের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী সপ্তাহে প্রায় প্রত্যেক স্টলেই নতুন সংখ্যা পাওয়া যাবে।

(দ্য রিপোর্ট/এমএ/ডব্লিউএস/এনআই/ফেব্রুয়ারি ০৭,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর