thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ছুটির দিনে বইপ্রেমীদের উপচেপড়া ভিড়

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ২২:১৩:৪১
ছুটির দিনে বইপ্রেমীদের উপচেপড়া ভিড়

দ্য রিপোর্ট প্রতিবেদক : সপ্তম দিনে এসে বইমেলা অন্যরকম পূর্ণতা পেল। এটাই ছিল মেলা শুরু হওয়ার পর প্রথম ছুটির দিন। সকালে শিশুদের কলরব আর দুপুরের পর থেকেই নানা বয়সীদের সমাগমে শুক্রবার অমর একুশে গ্রন্থমেলা চিরচেনা রূপ ফিরে পেয়েছিল। বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সোহরাওয়ার্দী উদ্যান- সমগ্র মেলা প্রাঙ্গণেই ছিল দর্শনার্থী ও বইপ্রেমীদের উপচেপড়া ভিড়।

মেলার দুটি প্রবেশ মুখ টিএসসি এবং দোয়েল চত্বর সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল। উন্মুক্ত মূল প্রবেশদ্বারে পাঠক-দর্শনার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়।

দর্শনার্থী ও বইপ্রেমীদের ঢল এবং সেই সঙ্গে লাইনে দাঁড়িয়ে বই কেনায় মনে হচ্ছিল মেলা প্রাঙ্গণে সাহিত্যানুরাগীদের হাট বসেছে। মেলা ঘুরে দেখা গেল প্রায় প্রত্যেক দর্শনার্থীর হাতে শোভা পাচ্ছে নতুন বই। অনেকে জানালেন প্রিয় লেখকের বই কিনে বাড়ি ফিরছেন। অনেকে আবার সংগ্রহ করছেন ক্যাটালগ। বই কিনতে আবার আসবেন।

মোটামুটি সব প্রকাশকেরই বেচা-বিক্রি ছিল আশাব্যঞ্জক। মেলা শুরুর পর গত কয়েকদিন দর্শণার্থী কম থাকায় এমন একটি শুক্রবারের জন্যই যেন অপেক্ষা করছিলেন প্রকাশকরা। লিটলম্যাগেরও বিক্রি হয়েছে আশাব্যঞ্জক।

(দ্য রিপোর্ট/এমএ/ডব্লিউএস/জেএম/এএল/ফেব্রুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর