thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘এই মাসটির জন্য অপেক্ষায় থাকি’

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৫:১২:৪৩
‘এই মাসটির জন্য অপেক্ষায় থাকি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : শুক্রবার মেলায় এসেছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক সুজন বড়ুয়া ও শিবু কান্তি দাশ। এবারের মেলায় আদিগন্ত থেকে প্রকাশিত হচ্ছে সুজন বড়ুয়ার কিশোর কবিতা ‘ভোর ডাকা পাখি’, বিভাস থেকে বের হচ্ছে ‘অন্যরকম কিশোর কবিতা’, অনুপম প্রকাশনীর ব্যানারে আসছে ‘ঋতুর রঙে বাংলাদেশ’। এ পর্যন্ত তার প্রকাশিত শিশুতোষ গ্রন্থের সংখ্যা ষাটের অধিক। মেলার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে সুজন বড়ুয়া বলেন, সারা বছর এ মাসটির জন্য অধীর অপেক্ষায় থাকি। প্রকাশকদের তাড়না বাড়ে। ভক্ত-পাঠক নতুন বইয়ের খবর জানার জন্য উদগ্রীব থাকে। এ যেন এক অন্যরকম ভালো লাগার অনুভূতি।

অন্যদিকে, শিবু কান্তি দাশের প্রকাশিত শিশুতোষ গ্রন্থের সংখ্যা আটটি। তার সবগুলো গ্রন্থই প্রকাশিত হয়েছে আদিগন্ত প্রকাশনী থেকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- কিশোর কবিতা, রোদের কনা রুপোর সিকি, মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস- যুদ্ধদিনের গল্প, লালপরী নীলপরী, পরীর পাহাড় রহস্য ও লাল নীল ঘুড়ি।

এবারের মেলায় শিবু কান্তি দাশের কোনো বই প্রকাশ হচ্ছে না। ব্যাটে-বলে মেলেনি বলেই এবার প্রকাশনা থেকে তিনি একটু দূরে আছেন। তবে মেলার প্রতি ভালোবাসার কোনো কমতি নেই তার। বই প্রকাশ না হলেও তিনি প্রাণের টানেই মেলায় ছুটে এসেছেন। এবারের মেলা নিয়ে তার কোনো অভিযোগ নেই। তবে মেলা সম্প্রসারণের পাশাপাশি আনুষঙ্গিক সব কিছু ঠিক থাকলে একুশের চেতনাও অটুট থাকবে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমএ/এইচএসএম/আরকে/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর