thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বান্দরবানে বন্যহাতির আক্রমণে নিহত এক

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৮:৪৬:৫২
বান্দরবানে বন্যহাতির আক্রমণে নিহত এক

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে বন্যহাতির আক্রমণে রাবার বাগানের কর্মচারীর মৃত্যু হয়েছে। এ সময় শিশুসহ আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার বিকেলে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ওয়াইশ্যাখালী এলাকায় ছয়-সাতটি বন্যহাতির একটি দল চারটি বসতবাড়ি ভাঙচুর করে। এ সময় বন্যহাতির আক্রমণে মোহাম্মদ এনাম (৪৫) নামে রাবার বাগানের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও কৃষকের শিশুপুত্র সোহেলসহ আরও দুজন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বন্যহাতির দল পৃষ্ট করে মেরেছে রাবার বাগানের এক কর্মচারীকে। ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এএস/সা/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর