thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বিখ্যাতদের কাছ থেকে দেখার অনন্য সুযোগ বইমেলা

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ২১:২৮:৫৭
বিখ্যাতদের কাছ থেকে দেখার অনন্য সুযোগ বইমেলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রবিবার মেলায় ঘুরতে এসেছিলেন রাজধানী ঢাকার হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (অনার্স) শেষবর্ষের ছাত্র মো. মোস্তাফিজুর রহমান ও আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ফারহানা মহসীন। তারা দুজনেই ভালো বন্ধু।মেলার নজরুল মঞ্চের সামনে দেখা হয় তাদের সঙ্গে। মোস্তাফিজ এবং মহসীন দ্য রিপোর্টকে বলেন, পাঁচ বছর ধরে ফেব্রুয়ারি মাসের প্রতিটা দিন থাকি বইমেলায়, কোনোদিন বই কিনি আবার কোনোদিন বন্ধুদের সঙ্গে দেখা করবো বলে আসি। কোন ধরনের বই পছন্দ এমন প্রশ্নের জবাবে মহসীন বলেন, মানুষের রুচির তো পরিবর্তন হয়। এক সময় প্রচুর উপন্যাস পড়তাম। এখন গবেষণাধর্মী বই পড়ি। আজ বিখ্যাত কথাসাহিত্যিক আখরুজ্জামান ইলিয়াসের ওপর ঊষালোক থেকে প্রকাশিত একটি বই কিনেছি।’

মোস্তাফিজের ভাষ্য একটু ভিন্ন, তার মতে শুধু বই কেনাই মেলায় আসার মূল উদ্দেশ্য নয়। অনেক বিখ্যাত মানুষদের খুব কাছে থেকে দেখারও এক অনন্য সুযোগ বইমেলা।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/কেএম/এনআই/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর