thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘জাজ’ লেখা নিয়ে উচ্চ আদালতের রুল

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ২১:৫৭:০১
‘জাজ’ লেখা নিয়ে উচ্চ আদালতের রুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুপ্রিমকোর্টের বিচারপতি ছাড়া অন্য কোনো আদালতের বিচারকের নামের আগে ‘জাজ’ শব্দ ব্যবহার না করতে সংশ্লিষ্ট সবার প্রতি সার্কুলার জারির নির্দেশ কেন দেওয়া হবে না- জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রবিবার এ রুল জারি করেন।

রুলে আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব, বার কাউন্সিলের মাসিক আইন পত্রিকা বাংলাদেশ লিগ্যাল ডিভিশনের (বিএলডি) সম্পাদক মো. তাহা মোল্লাকে বিবাদী করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

মনজিল মোরসেদ বলেন, ‘রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বার কাউন্সিলের মাসিক আইন পত্রিকা ‘বাংলাদেশ লিগ্যাল ডিভিশনের’ সম্পাদক মো. তাহা মোল্লার নামের আগে ‘জাজ’ না লিখতেও আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী। তিনি জানান, সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুসারে ‘জাজ’ বলতে কেবল সুপ্রিমকোর্টের বিচারকদের বুঝায়। তাই মো. তাহা মোল্লার নামের আগে ‘জাজ’ শব্দ ব্যবহার করে করে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। একই সঙ্গে অন্য কোনো বিচারিক আদালতের বিচারকদের নামের আগে ‘জাজ’ পদবি ব্যবহার সংবিধান পরিপন্থী।

(দ্য রিপোর্ট/এসএ/একে/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর