thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

গ্রন্থমেলার আলোচনায় বক্তারা

অজিত গুহ ছিলেন নীতির প্রশ্নে আপোসহীন

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২০:৪৪:০৬
অজিত গুহ ছিলেন নীতির প্রশ্নে আপোসহীন

দ্য রিপোর্ট প্রতিবেক : অধ্যাপক অজিত কুমার গুহ ছিলেন মানবিক গুণে ভাস্বর এক অনন্য ব্যক্তিত্ব। তিনি ছিলেন শিক্ষকদের শিক্ষক। নিভৃতচারী কিন্তু নীতির প্রশ্নে আপোসহীন যোদ্ধা। তিনি গভীরভাবে লালন করতেন বাঙালি জাতিসত্তার বোধ। ভাষা-আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ অজিত গুহের দায়বদ্ধ জাতিচেতনারই প্রকাশ। সোমবার বিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত অজিত কুমার গুহ শীর্ষক আলোচনায় আলোচকরা এসব কথা বলেন।

বক্তারা বলেন, তৎকালীন পূর্ববাংলার প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনে তার ভূমিকা অবিস্মরণীয়। জন্মশতবর্ষে তাঁকে স্মরণ করে বাংলা একাডেমি একটি জাতীয় দায়িত্ব পালন করেছে।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন হায়াৎ মামুদ। আলোচনায় অংশগ্রহণ করেন রামেন্দু মজুমদার, আবেদ খান এবং মাহবুব তালুকদার। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

আলোচকবৃন্দ বলেন, অধ্যাপক অজিত কুমার গুহ আমাদের মাঝে নেই বহুদিন, কিন্তু এখনও আমরা তাকে খুঁজে পাই সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনের পুরোভাগে, বাঙালি জাতীয়তাবাদী চেতনার মশালে, উদার মানবিক জীবনবোধে। আনুষ্ঠানিক রাজনীতি তিনি করেননি কিন্তু অন্তরের মর্মমূলে মানবকল্যাণ ও শ্রেয়বোধের যে চেতনা তিনি লালন করতেন তা কোনোভাবেই অরাজনৈতিক নয়। তারা বলেন, অন্ধকারাচ্ছন্ন সময়ে আলো দিয়ে আলো জ্বালাবার যে ব্রত অজিত কুমার গুহ গ্রহণ করেছিলেন তা এখনও দিশারীর ভূমিকা পালন করছে।

সভাপতির বক্তব্যে কামাল লোহানী বলেন, অজিত কুমার গুহ ছিলেন প্রকৃত জ্ঞানসাধক। তাকে রেনেসাঁস মানব বললেও অত্যুক্তি হবে না। নীতির প্রশ্নে নিরাপোস অজিত গুহ ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে সার্বজনীন মনুষ্যত্বের বিজয়ের জন্য সংগ্রাম করে গেছেন। এ বছর আমৃত্যু সত্য ও সুন্দরের পূজারি অজিত গুহের জন্মশতবর্ষ স্মরণে বাংলা একাডেমি কর্তৃক একটি স্মারকগ্রন্থ প্রকাশের প্রস্তাব করেন তিনি।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ, মো. আহ্কামউল্লাহ্ এবং রেজিনা ওয়ালী লীনা। এছাড়াও সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রেবেকা সুলতানা, মাহমুদ সেলিম, অনুপ ভট্টাচার্য, আজাদ হাফিজ, সন্দীপন দাস, বিজন চন্দ্র মিস্ত্রি, শ্যামা সরকার, ফারহানা শিরিন এবং শাহীনা আক্তার পাপিয়া। যন্ত্রাণুষঙ্গে ছিলেন মো. বাদল খান (তবলা), এএফএম আলমগীর কবির (বাঁশি), মো. নূর নবী (গিটার), মো. ফারুক (প্যাড)এবং মো. আজিজুর রহমান(কী-বোর্ড)

মঙ্গলবারের অনুষ্ঠান : মঙ্গলবার ২৯ মাঘ ১৪২০/১১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে হাবীবুল্লাহ বাহার চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন সলিমুল্লাহ খান। আলোচনায় অংশগ্রহণ করবেন মোহাম্মদ আবদুল কাইউম, কাজী মদিনা ও খুশি কবির। সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর