thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

বইমেলা বাঙালির তীর্থভূমি

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২২:১২:৩৭
বইমেলা বাঙালির তীর্থভূমি

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের অন্যতম গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। কাজের অবসরে মেলার পরিবেশকে স্বশরীরে দেখার জন্য সোমবার দুপুরে আসেন মেলায়। মেলায় এসেই তিনি এক আলাপচারিতায় দ্য রিপোর্টকে বলেন, অমর একুশে বইমেলা বাঙালির তীর্থভূমি। এখানে বাঙালির মনন বিকশিত হবার সুযোগ সৃষ্টি হয়। এই স্থানটি পরিদর্শনের মধ্য দিয়ে বাংলা ও বাঙালির সমৃদ্ধ হবারও একটা অনন্য সুযোগ ঘটে। তবে এই চেতনাকে পরিবার থেকে সমাজে অতপর রাষ্ট্রে ছড়িয়ে দিতে হবে। একটি আদর্শ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে এ দেশকে বিশ্বদরবারে উপস্থাপনের জন্য ঐতিহ্যবাহী এ মেলার গুরুত্ব অনেক।

মেলার পরিবেশ সম্পর্কে তার ভাবনা অন্যদের থেকে তেমন ভিন্ন নয়। তিনি বলেন, ‘মেলা কোথায় গেল, কেন গেল এ সব থেকে বড় কথা হল কতটুকু স্বার্থকতার সঙ্গে মেলা পরিচালিত হচ্ছে তা জানা জরুরি।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর