thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মেলায় তথ্য-প্রযুক্তি সুবিধা পাচ্ছে না সংবাদকর্মীরা

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২২:৫৯:৫১
মেলায় তথ্য-প্রযুক্তি সুবিধা পাচ্ছে না সংবাদকর্মীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে বইমেলার সংবাদ প্রচারের সুবিধার্থে সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার করা হলেও সেখানে তেমন কোনো সুবিধা পাচ্ছে না সংবাদকর্মীরা। মেলা প্রাঙ্গণে ইন্টারনেট কিংবা ওয়াইফাই সুবিধা না থাকায় গণমাধ্যমকর্মীদের অফিসে সংবাদ পাঠাতে নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বার বার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

অথচ বইমেলা শুরু হওয়ার আগে বাংলা একাডেমি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াইফাইয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। কিন্তু মেলার দশম দিন অতিবাহিত হলেও এখনও তা কার্যকর করা হচ্ছে না। এ ব্যাপারে বাংলা একাডেমির উপ-পরিচালক ও পাবলিক রিলেশন অফিসার মুর্শেদ উদ্দিন আহম্মেদ বলেন, প্রতিবছর মিডিয়া সেন্টারে ওয়াইফাইর ব্যবস্থা করা হয়। এবার এটা আমার অধীনে না থাকায় এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না।

মিডিয়া সেন্টারের সাংবাদিকরা বলেন, মিডিয়া সেন্টারে ওয়াইফাই না থাকায় তাৎক্ষণিক কোনো নিউজ পাঠাতে পারছি না। এতে করে সংবাদ প্রচারে সমস্যা হচ্ছে। দৈনিক করতোয়া পত্রিকার সাংবাদিক মোতাছিম বিল্লাহ বলেন, আমরা বইমেলার নিউজ কাভার করার জন্য মেলায় আসি। কিন্তু মেলার মিডিয়া সেন্টারে ইন্টারনেট কানেকশন না থাকায় অফিসে গিয়ে নিউজ দিতে হয়। অনেক সময় পথে যানজট থাকায় অফিসে পৌঁছাতে দেরি হয়, আর দেরি হওয়ার কারণে অফিসে কথা শুনতে হয়।

এ ব্যাপারে বাংলা একাডেমির পরিচালক ও বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব শাহিদা খাতুন জানান, এবার বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে এবং বাংলা একাডেমিতে উদযাপন করা হচ্ছে বলে নির্দিষ্ট করে কোথাও ওয়াইফাই জোন করা সম্ভব হচ্ছে না। বইমেলার দশ দিন হল মাত্র। আমরা কিছুদিনের মধ্যে হয়ত এটি সংযোগ দিতে পারব।

মিডিয়া সেন্টারের সকল সাংবাদিকদের দাবি অতি শিগগিরিই যেন মিডিয়া সেন্টারে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়, যাতে সংবাদকর্মীদের সংবাদ পরিবেশনে সুবিধা হয়।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর