thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নতুন বই ৯৯টি

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২০:৪২:০৯
নতুন বই ৯৯টি

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলার একাদশ দিনে মঙ্গলবার নতুন বই এসেছে ৯৯টি। এগুলোর মধ্যে ১১টি গল্প, ১৬টি উপন্যাস, ১০টি প্রবন্ধ, ৩০টি কবিতা, ২টি গবেষণা, ১টি ছড়া, ২টি শিশুতোষ, ৫টি জীবনী, ২টি মুক্তিযুদ্ধ, ১টি বিজ্ঞান, ৩টি ভ্রমণ, ২টি ইতিহাস, ৪টি রাজনীতি, ২টি ধর্মীয়, ১টি সায়েন্স ফিকশন এবং অন্যান্য ৭টি নতুন বই এসেছে।

এ ছাড়া মোড়ক উন্মোচন করা হয়েছে ১৩টি বইয়ের। এর মধ্যে আজকে প্রকাশিত বইগুলোর মধ্যে আবদুল্লাহ আল ইমরানের ‘উড়ে যায় নীল টিপ’, আহসান হাবীবের ‘মিশন গাজীপুর’, মোস্তফা সোহেলের ‘নেতা’, জাকির আবু জাফরের ‘বাছাই কবিতা’, বিশ্বজিৎ ঘোষের ‘কথামালা’, দিলআরা আখতার বাবুর ‘বাহরাম জহুরা’।

বইমেলায় মোড়ক উন্মোচন হয়েছে মো. আনোয়ার হোসেন দিদারের ‘গমনের মানুষ প্রেমের মানুষ’, আবদুল বারীর ‘ঢাকার বিপদ আপদ এবং আপনার করণীয়’, আবদুল্লাহ আল ইমরানের ‘উড়ে যায় নীল টিপ’, অপূর্ব ঘোষের ‘নিরর্থক কবিতা’, শামীম ফারুখের ‘চিরচেনা’, ডা. আনিস আহমেদের ‘মৌ’, নাদিরা পারভীনের ‘তবু মন কথা বলে’, অলিউর রহমানের ‘অমনিমার নক্ষত্র’, শিমুল পারভীনের তিনটি বই ‘অন্ধকারের উৎস হতে’, ‘বেদনা বর্ণ বিহীন’, ‘ভূত পরিদের গল্পগাঁথা’।

(দ্য রিপোর্ট/জেএইচ/কেএম/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর