thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সুবর্ণচরে সরিষা চাষের উজ্জ্বল ভবিষ্যৎ

২০১৪ ফেব্রুয়ারি ১২ ০৬:৩৫:১৭
সুবর্ণচরে সরিষা চাষের উজ্জ্বল ভবিষ্যৎ

নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলার বিভিন্ন অঞ্চলে কৃষক জমিতে সরিষা চাষ করছেন। সরিষা একটি লাভজনক ফসল বলে জানান তারা।

পশ্চিম চরজুবিলী গ্রামের সরিষাচাষি আব্দুর রাজ্জাক ও চরমহিউদ্দিন গ্রামের আবুল কালাম সফি জানান, সরিষা চাষের ফলন ভালো হয়। তাই আব্দুর রাজ্জাক এক একর ও আবুল কালাম সফি ৪০ শতক জমিতে সরিষা চাষ করেছেন।

তারা আরও জানান, সরিষা চাষের ব্যাপারে যদি সরকারিভাবে সহযোগিতা ও উন্নত প্রশিক্ষণ পান, তাহলে তাদের মতো আরও অনেক কৃষক সরিষা চাষে এগিয়ে আসবেন। কৃষকদের ধারণা, তারা যদি ভালোভাবে সরিষা ঘরে তুলতে পারেন তাহলে প্রতি মণ সরিষা ১৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, `সরিষা একটি লাভজনক ফসল। তাই আমরা কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করছি এবং মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন। যদি সরকারিভাবে আরও সহযোগিতা বাড়ানো যায়, তাহলে কৃষক সরিষা চাষে আরও বেশি এগিয়ে আসবেন। এই উপজেলায় সরিষা চাষের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

(দ্য রিপোর্ট/এইউএম/এফএস/এএস/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর