thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মামুন রশীদের ‘এই বইটির কোন নাম দিবো না’

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৫:৩৯:৩৮
মামুন রশীদের ‘এই বইটির কোন নাম দিবো না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : মামুন রশীদ সাহিত্যের বিভিন্ন শাখায় কাজ করলেও তিনি মূলত কবি। দেড় দশকেরও বেশি সময় ধরে সাহিত্যের সঙ্গে তার সম্পর্ক। মানুষজন প্রকাশনী এবারের বইমেলায় নিয়ে এসেছে তার কবিতার বই ‘এই বইটির কোন নাম দিবো না’। গুপু ত্রিবেদীর প্রচ্ছদে বইটিতে কবিতার সংখ্যা ৪০টি।

বইয়ের সবগুলো লেখাতেই শিরোনাম হিসেবে ব্যবহার করা হয়েছে তারিখ। কাব্যগন্ধী কোনো শিরোনাম যেমন নেই, তেমনি বইয়ের কাব্যগন্ধী কোনো নামও নেই। এর কারণ জানতে চাইলে মামুন বলেন, ‘গত বছরের শুরু থেকেই নানা কারণে লিখতে পারছিলাম না। বছরের একটি মাস পেরিয়ে যাবার পর দিনলিপি লিখতে শুরু করি। কিন্তু আক্ষরিক অর্থে দিনলিপি বলতে যা বোঝায়, তা না হয়ে সেগুলো হয়ে উঠছিল কাব্যগন্ধী। পদ্যধর্মী সেই দিনলিপিতে ফুটে উঠতে থাকে আমার ব্যক্তিগত ভাবনা, চিন্তা। শিরোনামে তারিখ ব্যবহারে আমার কোনো কৃতিত্ব বা নতুনত্ব নেই। আগেও অনেকে বহুবার শিরোনামে তারিখের ব্যবহার করেছেন। এক্ষেত্রে আমার অনুভূতির প্রকাশ যদি অন্যের ভালো লাগে, সে আমার উপরি পাওনা।’

(দ্য রিপোর্ট/এমএ/কেএম/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর