thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ফাল্গুন ও ভালবাসার ছোঁয়া বইমেলায়

২০১৪ ফেব্রুয়ারি ১২ ২১:০৩:০৯
ফাল্গুন ও ভালবাসার ছোঁয়া বইমেলায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। হালকা বাতাস বয়ে গেল বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে। সে বাতাসে নড়ে উঠল গাছের সারির সঙ্গে বহু বইপ্রেমির মন। ফাগুনের ছোঁয়া লেগেছে বইপ্রেমিদের মনে। প্রিয় মানুষদের সেরা বইটি উপহার দিতে বইপ্রেমিদের ভিড় ছিল লক্ষ্য করার মতো।

বাংলা মাস মাঘের আজ শেষ দিন। ফাগুনের আগুনঝড়া দিনের শুরুতেই প্রিয়জনের হৃদয়ে প্রেমের ঢেউ তুলতে মেলায় ভিড় জমান তরুণ-তরুণীরা। কিনেন হুমায়ূন আহমেদ, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, ইমদাদুল হক মিলন, আনিসুল হক, মুহাম্মদ জাফর ইকবাল এবং সুমন্ত আসলামসহ আরও অনেকের বই। এক হাতে নতুন বই, অন্য হাতে প্রিয় মানুষের হাত-এভাবেই আজকে মেলায় পাওয়া গেল প্রেমিক যুগলদের।

ফাল্গুনী সাজে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিয়া সাবা। গায়ে হলুদ শাড়ি। কথা হয় তার সঙ্গে। তিনি জানান, ‘আজকের দিনটি পার হলেই ফাল্গুন আর তার পরের দিনই আবার ভালোবাসা দিবস। আর তাই বই উপহার দিতে এসেছি মেলায়।’

বৃহস্পতিবার পহেলা ফাল্গুন, শুক্রবার ভালোবাসা দিবস আর শনিবার সরকারি ছুটির দিন। এই তিন দিনে বইমেলা পরিণত হবে মানুষের সমুদ্রে। এর অভাস পাওয়া গেল আজকেই। মেলায় উল্লেখযোগ্য মানুষ এসেছে, বইও বিক্রি হয়েছে। প্রকাশকরা জানালেন, ফাল্গুন ও ভ্যালেন্টাইন্সকে এক সুতোয় গাঁথতে মেলায় বিক্রি বেড়েছে প্রেমের কবিতা ও উপন্যাসের।

আর তরুণদের বই কিনতে উদ্দীপ্ত করতে প্রকাশকরা তাদের বইয়ের দাম কমিয়ে দিয়েছেন। সোহরাওয়ার্দীতে ২৫ শতাংশ ছাড় দেওয়া হয় এবং বাংলা একাডেমিতে ৩০ শতাংশ।

ফাল্গুনের হাওয়া যে মেলায় ভালভাবে লেগেছে তার প্রমাণ মিলল কয়েকজন মেয়েকে দেখে। তাদের গায়ে হলুদ শাড়ি আর মাথায় ফুল। কুমিল্লা থেকে বাবার সঙ্গে এসেছেন ৫ম শ্রেণির ছাত্রী সূচি। একে একে বলছিলেন বইগুলোর নাম। হুমায়ূন আহমেদের ‘লীলাবতীর মৃত্যু’, মুহাম্মদ জাফর ইকবালের ‘পদার্থ বিজ্ঞানের প্রথম ধাপ’, এডলফ হিটলারের ‘মেইন ক্যাম্প’ ও ‘টেলস অব দ্য টু সিটিস’ ইত্যাদি।

প্রকাশকদের ব্যস্ততাই বলে দিচ্ছে তাদের বিক্রি ভাল যাচ্ছে। অন্য প্রকাশের বিক্রয়কর্মী শিশির দ্য রিপোর্টকে জানান, আজ (বুধবার) আমাদের মোটামুটি বিক্রি যাচ্ছে। হুমায়ূন আহমেদের ‘লীলাবতির মৃত্যু’ বেশি বিক্রি হচ্ছে। তবে বই কিনতে তরুণ-তরুণীদের চাহিদাই সবচেয়ে বেশি।

ইডেন মহিলা কলেজ থেকে এসেছেন ফারজানা ইসলাম সেতু। কি কি বই কিনেছেন জানতে চাইলে তিনি বলেন, আমি রশীদ করিমের ‘প্রেম একটি লাল গোলাপ’, সৈয়দ শামসুল হকের ‘পরাণের গহীন ভেতর’ কিংবা ফারুক মাহমুদের ‘হৃদয়ে প্রেমের দিন’ কিনেছি।

প্রথমা প্রকাশনীর সামনে কথা হয় ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির আরাফাত সেতুর সঙ্গে। বললেন, আগামীকাল পহেলা ফাল্গুন ও পরশু ভালোবাসা দিবস। এই দুটি দিনে প্রিয়জনের জন্য বইয়ের বিকল্প কোনো উপহার নেই। আমার বান্ধবীর প্রিয় লেখক হুমায়ূন আহমেদ। ওকে চমকে দিতে হুমায়ূন স্যারের প্রেমের বইগুলো কিনতে এসেছি মেলায়।

নতুন বইয়ের পাশাপাশি বিক্রি হচ্ছে জনপ্রিয় পুরনো বই। বিক্রি বেড়েছে বাংলা একাডেমিরও।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/এনআই/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর