thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মেলায় যতবার এসেছি হুমায়ূন স্যারের বই কিনেছি

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ০১:৩৮:১৫
মেলায় যতবার এসেছি হুমায়ূন স্যারের বই কিনেছি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বৃহস্পতিবার দুপুরে মেলায় ঘুরতে আসে এ সময়ের ব্যস্ত র‌্যাম্প মডেল মাহফুজা তানহা। চারদিকে পয়লা ফাল্গুনের নানা আয়োজনে না গিয়ে মেলার উদ্দেশে বাসা থেকে রওনা দেন তিনি। এত সব আনন্দ আয়োজন রেখে মেলায় আসার বিশেষ কারণ জানতে চাওয়া হলে তানহা জানান-নাচ, গান আর রকমারি সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়েই তার দিন চলে। তাই একটু অন্যরকম ভালোলাগার সঙ্গে নিজেকে জড়ানোর জন্যই এখানে আসা। তিনি বলেন, অমর একুশে গ্রন্থমেলা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। সুযোগ আছে নিজ দেশের সংস্কৃতির পূর্বাপর অবস্থান সম্পর্কে অবগত হওয়ার। তাই পুরো মাসের যে কয়টা দিন সুযোগ পাই চলে আসি আর প্রিয় লেখকের বই কিনে নিয়ে যাই।’

হাজারও বাংলা ভাষাভাষী পাঠকের মত তারও প্রিয় লেখক প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। হুমায়ূনভক্ত তানহা বলেন ‘আমি ‍যদি ভুল না করি, মেলায় যতবার এসেছি ততবার হুমায়ূন স্যারের বই কিনেছি।’

(দ্য রিপোর্ট/এমএ/এপি/এএল/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর