thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ, ২০ কারখানা বন্ধ

২০১৩ নভেম্বর ০৫ ১৪:৫২:২৯
কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ, ২০ কারখানা বন্ধ

দিরিপোর্ট২৪ কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে চান্দরা, বাড়ইপাড়া, হিজলহাটি এলাকার কমপক্ষে ২০ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

পলমল গ্রুপের পরিকল্পিত শ্রমিক ছাটাই ও সর্বনিম্ন বেতন ৮ হাজার টাকা করার দাবিতে পলমল নিটওয়ার লিমিটেডের শ্রমিকরা মঙ্গলবার সকাল ৯টার দিকে বিক্ষোভ শুরু করে। অবস্থা খারাপ দেখে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। নোটিশ দেখে শ্রমিকরা আরো ক্ষুব্ধ হয়ে ওঠে।

কারখানা ভাংচুরের চেষ্টা চালালে পুলিশ শ্রমিকদের ধাওয়া দেয়। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রমিকরা জানায়, ‘কেউ দাবি আদায়ের চেষ্টা করলেই তাকে ছাটাই করা হয়। সর্বনিম্ন বেতন ৮ হাজার টাকা করার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলবে।’

পলমল নিটওয়ারের শ্রমিকদের সঙ্গে সাউদার্ন নিট ওয়ার, হেসং বিডিসহ কয়েকটি কারখানার শ্রমিক বিক্ষোভে যোগদান করে। এসময় আশেপাশের ২০ কারখানা ছুটি ঘোষণা করে।

এ ব্যাপারে পলমল নিট ওয়ারের প্রশাসন বিভাগে কর্মরত রাশেদের সঙ্গে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

(দিরিপোর্ট২৪/এসএইচ/এমসি/এমডি/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর