thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

রকিবুল ইসলাম মুকুলের ‘পরী’

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৯:৩৮:৫০
রকিবুল ইসলাম মুকুলের ‘পরী’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রকিবুল ইসলাম মুকুল মূলত সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন। সেই সঙ্গে সাহিত্যের বিভিন্ন শাখায় নিরন্তর লিখে চলেছেন। এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তার তিনটি গ্রন্থ। ‘অনন্যা’ থেকে এসেছে গল্পগ্রন্থ ‘পরী’। ম প্রকাশন থেকে এসেছে 'আমাকে পোড়ানোর উৎসব হোক মহামান্য রাষ্ট্রপতি'। বাংলা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ‘মায়াবী এক চন্দ্রমুখী’। বই প্রকাশের অনুভূতির কথা জানতে চাওয়া হলে তিনি দ্য রিপোর্টকে জানান, ‘নতুন বই প্রকাশের অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। লেখক মাত্রই সেটা উপলব্ধির ক্ষমতা রাখেন।’

এবারের মেলার পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘ছুটির দিনগুলোতে মেলার অবস্থা দেখে যে কেউ বলবে যে, মেলাঙ্গন প্রসারিত হওয়া প্রয়োজন ছিল। লেখক, পাঠক ও প্রকাশকদের কথা বিবেচনা করে বলা যায়, কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত ইতিবাচক।’

(দ্য রিপোর্ট/এমএ/কেএম/সা/ফেব্রুয়ারি ১৪,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর