thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

হাজি মহম্মদ মহসিন লোকহিতবাদিতার অনন্য নাম

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ২০:০১:৫৮
হাজি মহম্মদ মহসিন লোকহিতবাদিতার অনন্য নাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় হাজি মহম্মদ মহসিন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে দুইটি প্রবন্ধ উপস্থাপিত হয়। মেকলে, মহসিন ও তার এনাডাওমেন্ট ফান্ড এবং হাজি মহম্মদ মহসিন : একটি অন্বেষণ শীর্ষক পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে আমজাদ হোসেন ও পার্থ সেন গুপ্ত। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ওয়াকিল আহমদ, শান্তনু কায়সার ও আবদুল বাছির। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স আরেফিন সিদ্দিক।

প্রাবন্ধিকদ্বয় বলেন, ‘হাজি মহম্মদ মহসিন ভারতবর্ষের ইতিহাসে লোকহিতবাদিতার এক অনন্য দৃষ্টান্তের নাম। প্রবল জ্ঞানানুরাগ তাকে শিক্ষা বিস্তারে আগ্রহী করে তোলে। তার দানকৃত সম্পত্তি শিক্ষা, সমাজকল্যাণ ও দুঃস্থ মানবতার সেবায় আজও বিশাল ভূমিকা রেখে চলেছে। দানকে তিনি প্রদর্শনপ্রিয়তার বিষয়ে পরিণত না করে সম্প্রদায়-ধর্ম নির্বিশেষে বৃহত্তর মানুষের হিতৈষণায় নিয়োজিত করেছেন যা তার মৃত্যুর দু’শ বছর পরও তাকে স্মরণীয় করে রেখেছে। তারা বলেন, মহসিন-মানসের পূর্ণাঙ্গ পরিচয় উদঘাটিত হলে শুধু ব্যক্তি মহসিন নয় বরং আমাদের সামাজিক ইতিহাসেরও এক গরীয়ান অংশের উন্মোচন ঘটবে।

সভাপতির বক্তব্যে আ. আ. ম. স আরেফিন সিদ্দিক বলেন, ‘হাজি মহম্মদ মহসিনের দানশীল মনোবৃত্তি আমাদের আজকের ভোগবাদী সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। তার প্রদর্শিত মহৎ মানবিক পথে উদ্বুদ্ধ হয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসলেই দ্বিশততম মৃত্যুবর্ষে তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন করা হবে।’

(দ্য রিপোর্ট/এমএ/কেএম/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর