thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আফগানিস্তানকে ১০ উইকেটে হারাল বাংলাদেশ

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৮:৪১:০৮
আফগানিস্তানকে ১০ উইকেটে হারাল বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে যুব দল। আবু দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে মিরাজ-মোসাদ্দেকরা ১০ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে।

বাংলাদেশ যুব দল টসে জিতে ব্যাটিংয়ে পাঠিয়ে ছিল আফগানিস্তানকে। খেলতে নেমে হাসমত উল্লাহ সায়েদি (৪৩) ও মোহাম্মদ মুজতবা (৪৭) রানের কল্যাণে ২১২ রানের স্কোর গড়তে সমর্থ হয়েছে আফগানিস্তান। এ ছাড়া নাসির আহমেদ জাই ৪১ রান করেছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোসাদ্দেক হোসেন ৩টি উইকেট নিয়েছেন। এ ছাড়া রাতুল ফেরদৌস ২টি ও আবু হায়দার একটি উইকেট শিকার করেছেন।

জবাবে কোনো উইকেট না হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। ২ ওপেনার সাদমান ইসলাম ও জয়রাজ শেখের অনবদ্য ব্যাটিংয়ে সহজেই লক্ষ্য টপকে গেছে যুব দল। ১২৬ রানের হার না মানা ইনিংস খেলেছেন সাদমান। এটি সাদমানের প্রথম সেঞ্চুরি। আর অপরাজিত ৮৭ রান করেছেন জয়রাজ।

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নামিবিয়া। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশের পয়েন্ট ২ এবং আফগানিস্তানের পয়েন্ট শূন্য।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান : ২১২/১০ (ওভার ৫০)

বাংলাদেশ : ২১৬/০ (ওভার ৪২.৩)

ফল : ১০ উইকেটে জয়ী বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/সা/১৫ ফেব্রুয়ারি, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর