thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘শিশুদের প্রায় ৩০০ বইয়ের ছবি এঁকেছি’

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ২০:১৭:১৫
‘শিশুদের প্রায় ৩০০ বইয়ের ছবি এঁকেছি’

তরুণ চিত্রশিল্পী সোহাগ পারভেজ। ইতোমধ্যে তার দেশে-বিদেশে প্রায় অর্ধশতাধিক প্রদর্শনী হয়েছে। প্রতিশ্রতিশীল ও পরিশ্রমী এই তরুণশিল্পীর জন্ম কুষ্টিয়ায়। স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। পিএইচডি গবেষণারত এই শিল্পী কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার ১৪১৭’। এবারের বইমেলায় তার আঁকা ছবিতে এসেছে প্রায় ৩৫০টি বই। দ্য রিপোর্টের পক্ষ থেকে তার সাক্ষাৎকার নিয়েছেন আদিত্য রুপু

এবারের মেলার জন্য কতগুলো বইয়ের প্রচ্ছদ করলেন?

ছোটদের ও বড়দের মিলিয়ে বইয়ের সংখ্যা ৩৫০টি ছাড়িয়েছে। এর মধ্যে শিশুসাহিত্যের বইয়ের সংখ্যাই হবে ৩০০টির মতো। বাকিগুলো সাহিত্যের অন্যান্য শাখার বই।

আপনার আঁকা গুরুত্বপূর্ণ কয়েকটি বইয়ের নাম বলুন…

গুরুত্বপূর্ণ বই তো অনেক আছে! তারপরও কাজ করতে গিয়ে ভালো লেগেছে এমন কয়েকটি বইয়ের নাম হলো - বেবী মওদুদের ‘রাসেলের গল্প’, সেলিনা হোসেনের ‘সোনামণি’, লুৎফর রহমান রিটনের ‘জয়বাংলা জয় মুজিবর’ ও রব্বানী চৌধুরীর লেখা বেশ কিছু বই।

প্রচ্ছদ করার ক্ষেত্রে বিশেষ কোনো বইকে গুরুত্ব দিয়েছেন কি ?

বরাবরের মতো এ বছরও শিশুসাহিত্যের বইয়ের কাজই বেশি করতে হয়েছে। ছোটদের ছড়া ও গল্পের বইগুলো করতে আমার আনন্দ লাগে। সাহিত্যের অন্যান্য শাখার মধ্যে কবিতার বই বেশি করা হয়েছে।

বর্তমান প্রচ্ছদ শিল্পের অবস্থা কি, এই মাধ্যমে কারা ভালো করছে?

প্রচ্ছদ তো এখন দুই ধরনের। বড়দের ও ছোটদের। বড়দের বইয়ের প্রচ্ছদের মান খুবই ভালো। ছোটদের বইয়ের মান দিন দিন ভালো হচ্ছে বলেই আমার মত। রফিকুন নবী, হাশেম খানের পরে ধ্রুব এষ, মাসুক হেলাল ও নিয়াজ চৌধুরী তুলি ভালো করছেন।বইমেলার স্থান সম্প্রসারণের বিষয়টি কীভাবে দেখছেন?

আমরা যে একুশ নিয়ে অনেক দূর যেতে পারি এটাই তার প্রমাণ। আগামী দিনগুলোতে একুশের বইমেলা আরও বড় হবে। বিশ্বমানের হবে। এমনকি প্রচেষ্টা থাকলে এই মেলাটি হয়ে উঠতে পারে পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা। সেই অর্থে নতুন এই সিদ্ধান্ত একটি সূচনা মাত্র। আমাদের বইমেলা পৃথিবীর নানা ভাষাভাষি মানুষের কাছে পৌঁছে দেবে আমাদের সংস্কৃতি ও শিল্পভাবনা।

এবারের মেলায় আপনার বই কেনার পরিকল্পনা কি?

আমাদের দেশের তরুণরা সবক্ষেত্রেই ভালো করছে। পিছিয়ে নেই লেখালেখিতেও। এখানেও তারা ভালো করছে। আশা করছি বেশ কিছু তরুণ ও প্রতিশ্রুতিশীল লেখকের বই কিনব এবার।

(দ্য রিপোর্ট/এআর/এপি/এনআই/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর