thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ভিসা জামানত বাতিল করেছে যুক্তরাজ্য

২০১৩ নভেম্বর ০৫ ১৬:৫৪:৩৯
ভিসা জামানত বাতিল করেছে যুক্তরাজ্য

দিরিপোর্ট২৪ ডেস্ক : সমালোচনার মুখে শেষ পর্যন্ত বাংলাদেশসহ ছয় দেশের নাগরিকদের ভিসা জামানতের পরিকল্পনা বাদ দিয়েছে যুক্তরাজ্য সরকার। নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে তিন হাজার পাউন্ডের বিনিময়ে ভিসা জামানতের এ প্রথা চালুর কথা ছিল।

চাপের মুখে ডেভিড ক্যামেরনের সরকার সম্প্রতি পরিকল্পনাটি বাদ দিয়েছে বলে জানায় রবিবারের সানডে টাইমস পত্রিকা। এদিকে, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবার হাইকমিশন খবরটি নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকারের পরিকল্পনায় বলা হয়েছিল, অবৈধ অভিবাসন ঠেকাতে ‘অতি ঝুঁকিপূর্ণ’ কমনওয়েলথভুক্ত ছয়টি দেশের নাগরিকদের ভিসা আবেদনের সঙ্গে জামানত হিসেবে দিতে হবে তিন হাজার পাউন্ড। ভিসার নির্ধারিত মেয়াদের মধ্যে দেশে না ফিরলে বাজেয়াপ্ত হবে জামানত।

‘অতি ঝুঁকিপূর্ণ’ ছয়টি দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া ও ঘানা।

এ পরিকল্পনার খবর প্রচারের পর যুক্তরাজ্য সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বলা হয়, এটি মানুষকে যুক্তরাজ্য যাওয়াকে নিরুৎসাহিত করবে। এছাড়া বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে অনেকে মত দেন। কারো কারো মতে, এটি কমনওয়েলথ পরিবারের ঐক্য বিনষ্ট করবে।

লিবারেল ডেমোক্রেট দলের নেতা নিক ক্লেগ সেপ্টেম্বরে বিবিসিতে জামানতের এ ব্যবস্থার কাঠোর সমালোচনা করে বলেন, যারা যুক্তরাজ্যে আসতে চান তাদের জন্য এটি ‘মারাত্মক আঘাত’ বলে উল্লেখ করেন।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমএআর/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর