thereport24.com
ঢাকা, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১,  ৯ জমাদিউল আউয়াল 1446

বাবা-মেয়ের যুগল ছবির প্রদর্শনী ‘পরম্পরা’

২০১৬ অক্টোবর ২৪ ১০:৫৭:২৯
বাবা-মেয়ের যুগল ছবির প্রদর্শনী ‘পরম্পরা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘আমাদের বাবা-মেয়ের যুগল ছবির প্রদর্শনী ‘পরম্পরা’তে আপনাকে নিমন্ত্রণ। ভীষণ ব্যস্ত এই সময়ে একটু সময় বের করে নেবেন আমাদের স্বপ্ন পূরণে শামিল হতে। দেয়ালে টাঙানো ছবিগুলো আপনার মুখশ্রী দেখার অপেক্ষায় রইলো।’ এভাবেই প্রদর্শনীর আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারিতে সোমবার (২৪ অক্টোবর) শুরু হচ্ছে শ্রীবাস বসাক ও তার মেয়ে ঊর্মিলা শুক্লার যুগল ছবির প্রদর্শনী ‘পরম্পরা’। সোমবার সন্ধ্যা ৬টায় এই প্রদর্শনী উদ্বোধন করা হবে। প্রদর্শনী চলবে ২৪–৩০ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

শ্রীবাস বসাক ও ঊর্মিলা শুক্লা দুজনই ঢাবি চারুকলারই প্রাক্তন শিক্ষার্থী। তাই এই প্রাঙ্গণে বাবা-মেয়ের যুগল প্রদর্শনী তাদের কাছে স্বপ্নের মতো। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

উল্লেখ্য, এর আগে গত মে মাসে এই প্রদর্শনীটি হওয়ার কথা ছিল। কিন্তু ঊর্মিলা শুক্লার স্বামী রাহুল আনন্দ সড়ক দুর্ঘটনায় আহত হলে সেই প্রদর্শনী স্থগিত করা হয়।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/অক্টোবর ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর