thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘সমাজসেবীদের নিবন্ধন আইন পরিবর্তন করা উচিত’

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৫:৫৩:২৫
‘সমাজসেবীদের নিবন্ধন আইন পরিবর্তন করা উচিত’

দ্য রিপোর্ট প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সমাজসেবীদের নিবন্ধন আইন পরিবর্তন করা উচিত। সামাজিক সুরক্ষায় জাতীয় ডাটাবেস করাকে অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় অর্থনীতি পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে রবিবার দুপুরে জাতীয় সামাজিক সুরক্ষা নীতিমালা শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, যারা সমাজসেবা করেন, তাদের নিবন্ধন আইন ১৯৬২ সালে বলা হলেও আসলে এটা ১৮৬১ সালের আইন। এটা পরিবর্তন করা উচিত। এটা পরিবর্তন করে তাদের শ্রেণী বিন্যাস করা উচিত। পেনশন, বয়স ইত্যাদি বিষয়ে আমরা যদি জাতীয় ডাটাবেস করতে পারি, তাহলে সামাজিক সুরক্ষা দেওয়া সহজ হবে বলেও এ সময় অর্থমন্ত্রী উল্লেখ করেন।

জাতীয় অবসরভাতা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বেসরকারি সেক্টরগুলোকে বলেছি একটি পেনশন স্কিম করতে। জাতীয় পেনশন স্কিম যদি সরকারি ও বেসরকারিভাবে করতে পারি তবে আমরা ৫০ লাখ মানুষকে সেবা দিতে পারব।

তিনি বলেন, প্রতিবন্ধী, বয়স্কদের ও জনগণকে খাদ্য নিরাপত্তা দেওয়া সামাজিক সুরক্ষামূলক কাজ। এ সময় প্রতিবন্ধীদের সুরক্ষার নীতিমালা শিগগিরই সমাপ্ত করার উপরও জোর দেন তিনি। দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা খুবই ভালো বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

খাদ্য নিরাপত্তা বর্তমান সময়ে অনেক উন্নত দাবি করে অর্থমন্ত্রী বলেন, এই বিষয়ে আমাদের ভাউচার করা উচিত।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

(দ্য রিপোর্ট/এএইচএস/এপি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর