thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে উঠছে ৭ প্রস্তাব

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৮:০৩:২৮
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে উঠছে ৭ প্রস্তাব

দ্য রিপোর্ট প্রতিবেদক : বেসরকারি খাতের দু’টি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মেয়াদ ৫ বছর বৃদ্ধি ও ট্যারিফ পুনর্নির্ধারণের পৃথক দুটি প্রস্তাবসহ ৭টি প্রস্তাব উঠছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে।

সচিবালয়ে সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের আলোচ্যসূচি অনুযায়ী, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র দু’টি হচ্ছে- নারায়ণগঞ্জ পাগলায় অবস্থিত ডিজেল চালিত ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘ডিপিএ পাওয়ার জেনারেশন লিমিটেড’ এবং নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত গ্যাসভিত্তিক সাড়ে ৭৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘ম্যাক্স পাওয়ার লিমিটেড’।

এ ছাড়া পল্লী বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পের আওতায় সাব প্যাকেজ নম্বর ৫৪-১২৯-এর অধীনে ৩৫টি পাওয়ার ট্রান্সফরমার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হবে।

অন্যগুলোর মধ্যে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের জাজিরা কনস্ট্রাকশন ইয়ার্ড সংলগ্ন নদীতীর প্রতিরক্ষামূলক কাজের (প্যাকেজ ১ ও ২) চুক্তি মূল্যের অতিরিক্ত কাজের ভেরিয়েশন অর্ডার-১ অনুমোদন, এক শ’ শয্যাবিশিষ্ট গাজীপুর সদর হাসপাতালকে ৫শ’ শয্যায় উন্নীতকরণসহ বিভিন্ন সেবা সুবিধাসহ গাজীপুরে সাততলা বিশিষ্ট ট্রমা সেন্টার স্থাপন কাজের ক্রয় প্রস্তাব, রেলওয়ের ‘ষোলশহর-দোহাজারী ও ফতেয়াবাদ-নাজিরহাট সেকশন পুনর্বাসন’ প্রকল্পের আওতাধীন ষোলশহর-দোহাজারী অংশের পুনর্বাসন প্যাকেজের কাজ এবং রেলওয়ের ‘সৈয়দপুর-চিলাহাটি সেকশন পুনর্বাসন’ প্রকল্পের প্যাকেজ ডব্লিউ-১-এর কাজ সমাপ্তির লক্ষ্যে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে ‘বিল অব কোয়ানটিটিজ’ আইটেমের পরিমাণগত হ্রাস-বৃদ্ধির জন্য পৃথক দু’টি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদনের জন্য বৈঠকে উপস্থাপন করা হবে।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর