thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

গুরত্বপূর্ণ লেনদেনের তথ্য দিতে ডিলারদের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২১:৩৬:৩৭
গুরত্বপূর্ণ লেনদেনের তথ্য দিতে ডিলারদের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্রেতা-বিক্রেতার ঋণের গুরত্বপূর্ণ লেনদেনের তথ্য দিতে অথরাইজড ডিলারদের প্রতি নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। এক চিঠির মাধ্যমে রবিবার কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা প্রদান করে।

ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের মহাব্যবস্থাপক মো. জাহিরুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এখন থেকে বাংলাদেশ ব্যাংকের আইএমপি ফরমের মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের ঋণের গুরত্বপূর্ণ লেনদেনের তথ্য সরবরাহ করতে কবে। একইসঙ্গে ই-৩/পি-৩ তফসিল অনুযায়ী ঋণের পাশাপাশি সুদের তথ্যও সরবরাহ করতে হবে। এ ছাড়া ইএল-৩ এ বর্ণিত তফসিল অনুযায়ী আমদানিকারকদের নথি সরবরাহ করতে আইএমপি ফরম সরবরাহ করতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, পেমেন্টের চার মাসের মধ্যে আমদানি বিল এন্ট্রির সার্টিফাইড ইনভয়েসের অথেনটিক কপি সরবরাহ করতে হবে।

(দ্য রিপোর্ট/এএইচ/এসকে/ফ্রেবুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর