thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১,  ১১ জিলহজ ১৪৪৫

টোয়েন্টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২২:১৪:২১
টোয়েন্টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী মার্চে বাংলাদেশে বসছে টোয়েন্টি-২০ বিশ্বকাপের ৫ম আসর। আসন্ন টোয়েন্টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে রবিবার ১৫ সদস্যের পুরুষ ও মহিলা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক ম্যাচের টোয়েন্টি-২০ অভিজ্ঞতায় ভর করেই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাব্বির রহমান রুম্মান তবে বাদ পড়েছেন জিয়াউর রহমান। এ ছাড়া শ্রীলংকা সফরে দলে থাকা প্রায় সবাই রয়েছেন বাংলাদেশের টোয়েন্টি-২০ বিশ্বকাপ দলে।

দল নিয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘ছেলেদের দল নির্বাচনে আমরা অভিজ্ঞতা ও তারুণ্যকেই প্রাধান্য দিয়েছি। আর সম্ভাব্য সেরা মহিলা দলটিই আমরা বিশ্বকাপের জন্য বেছে নিয়েছি।’

পুরুষ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, সাকিব আল হাসান, মুমিনুল হক, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, মাহমুদউল্লাহ রিয়াদ, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, ফরহাদ রেজা, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।

মহিলা দল : সালামা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম (সহ-অধিনায়ক), রুমানা আহমেদ, ফারজানা হক, আয়েশা রহমান, লতা মণ্ডল, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, পান্না ঘোষ, শারমিন আক্তার, নাজহাত তাসনিয়া, খাদিজাতুল কূবরা, সোহেলী আক্তার, শামিমা সুলতানা ও শায়লা শারমিন।

(দ্য রিপোর্ট/আরআই/এনডিএস/এএল/ফেব্রুয়ারি, ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর