thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তথ্য-প্রযুক্তিমনস্ক সমাজ গঠন জরুরি’

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২২:১৭:৩৮
‘ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তথ্য-প্রযুক্তিমনস্ক সমাজ গঠন জরুরি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বেশি জরুরি তথ্য-প্রযুক্তিমনস্ক সমাজ গঠন’। রবিবার বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত জ্ঞানভিত্তিক সমাজ ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তথ্য-প্রযুক্তি শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। আলোচনায় অংশগ্রহণ করেন মোস্তাফা জব্বার, তারিক সুজাত, অপরেশ বন্দ্যোপাধ্যায় এবং মাহবুব জামান। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

প্রাবন্ধিক বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্প্রসারণ এবং বহুমুখী ব্যবহারের মাধ্যমে একটি স্বচ্ছ, দায়বদ্ধ ও জবাবদিহিতামূলক প্রশাসন প্রতিষ্ঠা করা; দক্ষ মানব সম্পদ উন্নয়ন নিশ্চিত করা; সামাজিক ন্যায়পরায়ণতা বৃদ্ধি করা; সরকারি-বেসরকারি খাতের অংশিদারিত্বে সুলভে জনসেবা প্রদান নিশ্চিত করা এবং দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীতকরণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে ৯ম সংসদে মহাজোট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল তার অনেকখানি বাস্তবায়িত হয়েছে। সমাজের সকল ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেশকে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে এ পর্যন্ত বিপুল কর্মসূচি বাস্তবায়িত হয়েছে এবং চলমান রয়েছে।

রাষ্ট্রের সর্বস্তরের নাগরিকদের তথ্যপ্রযুক্তি জ্ঞান নিশ্চিতের পাশাপাশি এর বহুমুখী ব্যবহারের পরিবেশ সৃষ্টি করতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-গভর্নেন্স প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ই-বুকের প্রচলনও অত্যন্ত জরুরি। বইয়ের প্রচলিত কাঠামোর পাশাপাশি ই-ভার্সনেও পাঠকদের অভ্যস্ততা তৈরি করা প্রয়োজন যাতে দ্রুতবর্ধিষ্ণু পাঠক সমাজকে চাহিদামতো জ্ঞান-রাজ্যের সন্ধান দেওয়া যায়। তবে এর সঙ্গে কপিরাইটের স্বচ্ছতার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তি কেবল যান্ত্রিক দক্ষতার বিষয় নয়, এটি মানসিক রূপান্তরের বিষয়। বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের পথে অনেক দূর অগ্রসর হয়েছে। তবে এ ক্ষেত্রে পূর্ণাঙ্গ সফলতা অর্জনের জন্য সরকারের সক্রিয় পদক্ষেপের পাশাপাশি নাগরিক সমাজের মানসিক রূপান্তরও অত্যন্ত জরুরি।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/এএল/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর