thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সোমবারের নতুন বই

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ২০:৩৩:৫২
সোমবারের নতুন বই

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলার ১৭তম দিনে সোমবার মেলায় নতুন বই এসেছে ৫৮টি। এগুলোর মধ্যে গল্প ৬টি, উপন্যাস ৮টি, প্রবন্ধ ২টি, কবিতা ২১টি, গবেষণা ৩টি, ছড়া ২টি, শিশুতোষ ৭টি, জীবনী ১টি, রচনাবলী ১টি, মুক্তিযুদ্ধ ১টি, চিকিৎসা ১টি, রম্য ১টি ও অন্যান্য ৩টি।

গ্রন্থগুলোরমধ্যেঅন্যপ্রকাশএনেছে আতিউর রহমানের ‘মানবিক অর্থনীতি’ ও বরেন্দ্রলাল ত্রিপুরার ‘আমাদের সুন্দর দেশ’, অনন্যা থেকে মুহম্মদ জাহাঙ্গীরের ‘নতুনধারার রাজনীতি ও সরকার’,মিলি সুলতানার ‘অলৌকিক ক্ষুধা’, ঝিঙেফুল এনেছে সাযযাদ কাদিরের ‘উপকথন তেপান্তর’, শামীম আখতারের ‘নারীর অধিকার ও নিরাপত্তা’, শুদ্ধস্বর এনেছে পিয়াস মজিদের ‘নাচ প্রতিমার লাশ’, প্রশান্ত মৃধার ‘জল জালের তরঙ্গ’, মঞ্জুরুল ইসলামের ‘ক্ষুধার্ত পৃথিবীর অভিলাষ’, রাশেদরহমানের ‘শত্রু কিংবা শত্রুসম্পত্তি’, ঐতিহ্য এনেছে হুমায়ূন মালিকের ‘দেহ ও দেহাতীত’, পূর্বা প্রকাশনী এনেছে ডা. হাসান মাহমুদের ‘স্বপ্ন নীড়’, সূচিপত্র এনেছে হাসান হাফিজের ‘চাষীর গাভী ও তিন ছেলে’, সাঈদ বারীর ‘দুই যে ছিল রিকি ও নিকি’, সাহিত্য প্রকাশ এনেছে ড. মোস্তফা কামাল পাশার ‘বাংলাদেশে গ্রামীণ রাজনীতি ও উন্নয়নে এনজিওর ভূমিকা’, গুলশান ইয়াসমীনের ‘তিল থেকে তাল’, কাজী শামসুর নাহারের ‘ডালমুট কুটকুট’, অঙ্কুর এনেছে হাসান ওয়াহিদের ‘তোমার সঙ্গে একদিন’, বনলতা প্রকাশনী এনেছে জুবাইদা পারভিনের ‘আমার যত কথা’ অন্যতম।

(দ্যরিপোর্ট/এমএ/এপি/এনআই/ফেব্রুয়ারি১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর