thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

শ্রমিকদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান তোফায়েলের

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ২১:২৮:২৪
শ্রমিকদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান তোফায়েলের

দ্য রিপোর্ট প্রতিবেদক : শ্রমিকদের প্রতি যত্নবান হওয়া এবং কর্মীদের ছাঁটাই না করে কারখানাগুলোতে শান্তি বজায় রাখার জন্য পোশাক শিল্প কারখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্য মন্ত্রণালয়ে সোমবার অভিযুক্ত ১৯ কারখানার মালিক এবং বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে তৈরি পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। কোনো কারণে যেন এ অবস্থার ব্যত্যয় না ঘটে, সেজন্য মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই সতর্ক থাকতে হবে।’

শ্রমিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ১৯টি কারখানার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে কারখানাগুলো দ্রুত তাদের সমস্যা সমাধান করবে।’

ট্রেড ইউনিয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ধাপে ধাপে ট্রেড ইউনিয়ন চালু করা হবে। মার্কিন রাষ্ট্রদূতও ধাপে ধাপে ট্রেড ইউনিয়ন চালুর কথা বলেছেন।’

বৈঠকে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, শ্রম সচিব মিকাইল শিপার এবং ১৯টি কারখানার মালিকপক্ষ ছাড়াও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১৭ , ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর