thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মইন উ আহমেদের বিরুদ্ধে মানহানির মামলা চলতে বাধা নেই

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১১:৩৭:২২
মইন উ আহমেদের বিরুদ্ধে মানহানির মামলা চলতে বাধা নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদের বিরুদ্ধে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর করা মানহানির মামলায় মইনের আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে আপিল বিভাগ। ফলে ওই মামলার কার্যক্রম আদালতে চলতে কোনো বাধা রইল না।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যর আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে মইন উ আহমেদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম নিম্ন আদালতে অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর মামলা করেন ইকবাল হাসান মাহমুদ। মামলাটি চলতে পারে না বলে দাবি করে তা খারিজ চেয়ে মইন উ আহমেদের পক্ষে ২০১০ সালের ১০ জানুয়ারি নিম্ন আদালতে একটি আবেদন করা হয়। পরে আদালত আবেদনটি খারিজ করে দেয়। এরপর এ আদেশের বিরুদ্ধে মইন উ আহমেদের পক্ষে হাইকোর্টে দেওয়ানি পুনর্বিবেচনার আবেদন করলে ওই বছরের ২৪ জানুয়ারি তা খারিজ করে দেয় হাইকোর্ট।

অতঃপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মইন উ আহমেদ আপিল বিভাগে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে সোমবার ও মঙ্গলবার শুনানি শেষে আদালত তা পর্যবেক্ষণ দিয়ে নিষ্পত্তি করে। আদালতে মইনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে সামরিক-বেসামরিক মুক্তিযোদ্ধাদের সম্মানে দেওয়া এক অনুষ্ঠানে মইন উ আহমেদ বলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট এবং বিদেশে পাচার করা হয়েছে।

ওই সময় বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ইকবাল হাসান মাহমুদ।

মইন উ আহমেদের দেওয়া ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর মামলা করেন ইকবাল হাসান মাহমুদ।

(দ্য রিপোর্ট/এসএ/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর