thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘বইমেলায় আমি ঘোরগ্রস্ত থাকি’

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১২:২৩:৫১
‘বইমেলায় আমি ঘোরগ্রস্ত থাকি’

ভাগ্যধন বড়ুয়া থাকেন চট্টগ্রামে। এই বইমেলায় প্রকাশিত হচ্ছে তার প্রথম কবিতার বই। দ্য রিপোর্টের পক্ষ থেকে তার সাক্ষাৎকার নিয়েছেন ওয়াহিদ সুজন

এবারের মেলায় কী কী বই আসছে? কোন প্রকাশনী বের করছে?

আমার প্রথম কবিতার বই ‘অপর পৃষ্ঠার বৃত্তান্ত’ প্রকাশিত হচ্ছে। বইটির প্রকাশক পাঠসূত্র। প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য।

প্রকাশিত বই সম্পর্কে বলুন?

‘অপর পৃষ্ঠার বৃত্তান্ত’-এ দর্শন ও সৌন্দর্যের সংমিশ্রণে রচিত হয়েছে জীবনের উল্লাস ও বেদনার বিমূর্ত অবয়ব। আপাত সরল মনে হলেও কবিতাগুলো আঞ্চলিক কিংবদন্তি, পুরাণের ভগ্নাংশ, ইতিহাসের হারানো বিদ্যুচ্ছটায় উজ্জ্বল। অবহেলিত জীবনের দীর্ঘশ্বাস, চোখে দেখা নদীগুলোর প্রতি মর্মছোঁয়া পক্ষপাত, দেশের দক্ষিণের পাহাড় ও সাগরবেষ্টিত জনপদের অনাস্বাদিত অনুভূতি ও প্রত্মচেতনার উন্মোচন ঘটায়। পরিচিত ও অপরিচিত পৃথিবীর মাঝখানে সংযোগকারী হিসেবে ভূমিকা পালন করবে অপর পৃষ্ঠার বৃত্তান্ত।

প্রথম বই প্রকাশের অনুভূতি কেমন?

অনুভূতি আনন্দময়। নিজস্ব বিশ্বাস ও আশা-আকুতি জনসম্মুখে কবিতার ভাষায় প্রকাশ করতে পারাটাই সুখের। এই সুন্দর অনুভূতিগুলো উপভোগ করি।

ঢাকার বাইরে থাকেন। কিন্তু বই প্রকাশ করছেন একুশে বইমেলায়- এটা কেন?

মেলা মানে আনন্দ-আয়োজন, আর একুশের বইমেলা হলো শুধু বইয়ের উৎসব। সারাদেশের মানুষ আসে মূলত বইয়ের টানে। এমন একটা মহোৎসবে অংশগ্রহণ করাটাই আনন্দের। তাই একুশের বইমেলায় বই প্রকাশ করার আগ্রহ।

বইকে কীভাবে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া যায় বলে মনে করেন?

প্রকাশিত বইকে পাঠকের কাছে পৌঁছাতে হবে। বিভিন্ন গণমাধ্যমে বেশি করে বইয়ের প্রচার করতে হবে। প্রান্তিক পর্যায়ে বই পৌঁছানো ও বিক্রির ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই কাজে প্রকাশক, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থ কেন্দ্র ও জেলা গণগ্রন্থাগার ভূমিকা রাখতে পারে।

বই মেলায় আসবেন কি?

আসব।

এবার কী কী বই কিনবেন?

বইমেলায় আমি ঘোরগ্রস্ত থাকি। যে বই আগে খুঁজেছি কিন্তু পাইনি তাও মেলা থেকে কিনি। তরুণ ও প্রিয় লেখকদের বই বেশি কিনি। কবিতা, কবিতা সম্পর্কিত বই, ছোটগল্প, লিটল ম্যাগাজিন ও ইতিহাস সম্পর্কিত বই বেশি কিনব। প্রয়োজনীয় ও প্রিয় বইগুলো একত্রে পাওয়াটাই আসল কথা।

বইমেলার স্থান সম্প্রসারণের বিষয়টি কীভাবে দেখছেন?

বইমেলার স্থান সম্প্রসারণের বিষয়টি ইতিবাচক। এ প্রক্রিয়ায় সম্প্রসারণ করতে করতে যদি জেলা শহর পর্যন্ত নেওয়া যায় তাহলে আরও ভালো হয়।

লেখালেখির ভবিষ্যত পরিকল্পনা কী?

ভবিষ্যতে কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প নিয়ে কাজ করতে চাই।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এসকে/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর