thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সুবর্ণচরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৪:১৪:০৯
সুবর্ণচরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল সওদাগরহাট জুনিয়র উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার। বিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের মাসহ দুইজনকে দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চরবাটা গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে শারমিন আক্তারের (১৪) সঙ্গে একই উপজেলার চরমজিদ গ্রামের আবুল কাসেমের ছেলে সিরাজুল মাওলার (২৫) বিয়ে ঠিক হয়।

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী সোমবার বিয়ের সকল আয়োজন করে কনেপক্ষ। সোমবার সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী অফিসার খালিদ মেহেদী হাসান কনের বাড়িতে উপস্থিত হন। নির্বাহী অফিসারের উপস্থিতি টের পেয়ে বরপক্ষের লোকজন পালিয়ে যান।

বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের মা মনজুরা বেগম ও প্রতিবেশী তমরউদ্দিনকে বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬ ধারায় উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন।

(দ্য রিপোর্ট/এএইএম/একে/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর